Thank you for trying Sticky AMP!!

রনবীর সিংকে মুগ্ধ করলেন শাস্ত্রী

শাস্ত্রী একজন ভক্ত পেলেন। ফাইল ছবি

কম তো নয়, ৮০ টেস্ট আর দেড় শ আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন। এখন ভারত দলের কোচের দায়িত্ব পালন করছেন। রবি শাস্ত্রী তাই অনেকের জন্যই অনুপ্রেরণার নাম। কঠোর পরিশ্রমের জীবন্ত উদাহরণ এই ভারতীয়। করোনাকালে সবাইকে আরও একবার ব্যাপারটা মনে করিয়ে দিতে ইচ্ছে হলো তাঁর। সে উদাহরণ দেখে মুগ্ধ অভিনেতা রনবীর সিং!

আন্তর্জাতিক ক্রিকেটে দুই ফরম্যাটেই তিন হাজারের ওপর রান শাস্ত্রীর। সে সঙ্গে ২৮০ উইকেট আছে অর্জনের তালিকায়। খেলোয়াড়ি জীবনের শেষে ধারাভাষ্য দিয়েছেন। এখন ধোনি-কোহলিদের কোচ হিসেবে আছেন ভারতীয় দলে। সফল একজন ব্যাক্তি হিসেবে নিজের ঢোল পেটাতেই পারেন শাস্ত্রী। ইনস্টাগ্রামে ভারতীয় দলের ব্লেজার পরিহিত একটি ছবি দিয়ে লিখেছেন, 'হয়তো অনেক মানুষ তোমার চেয়ে বেশি প্রতিভাবান, কিন্তু অন্য কেউ তোমার চেয়ে বেশি পরিশ্রম করার কোনো অজুহাত নেই।'

এমন অনুপ্রেরণাদায়ক পোস্ট দেখে মানুষ সবাই ভালোবাসা জানিয়েছেন। অভিনেতা রনবীর সিংও তাঁদের একজন। মন্তব্য করেছেন, 'দারুণ বলেছেন।' 'এইটিথ্রি' চলচ্চিত্রের কারণে ক্রিকেট নিয়ে গত কিছুদিন বেশ ব্যস্ত ছিলেন রনবীর। ১৯৮৩ বিশ্বকাপ জেতানো ভারত দলের ক্রিকেটারদের সঙ্গে বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছে তাঁর। সে দলের গুরুত্বপূর্ণ সদস্য না হলেও শাস্ত্রী তো একজন বিশ্বকাপ বিজয়ী। দশ নম্বর পজিশনে ক্যারিয়ার শুরু করা শাস্ত্রী সফরে টেস্টে ওপেনও করেছেন দলের প্রয়োজনে। রনবীর তাই এমন একজনের কথায় মুগ্ধ হতেই পারেন।

শাস্ত্রীর এমন কথা ক্রিকেটারদের ক্ষেত্রেই বেশি প্রযোজ্য। চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু হয়ে খেলা অরুন কার্তিক তাই ভারত কোচের সঙ্গে সহমত ব্যক্ত করে মন্তব্য করেছেন, 'দারুণ বলেছেন।'