Thank you for trying Sticky AMP!!

রাহানের মন বলছে...

ভারতের ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে। ছবি: এএফপি

অজিঙ্কা রাহানের ব্যাটিং সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু তাহলে হুট করে কেন বাদ পড়লেন ভারতের ওয়ানডে দল থেকে! রাহানে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন প্রায় আড়াই বছর হয়ে গেল। সেই রাহানে এখন আবার ফিরতে চাচ্ছেন ওয়ানডে দলে!

ভারতীয় ক্রিকেটে এই ব্যাটসম্যানকে নিয়ে ইদানিং ভালোই আলোচনা হচ্ছে। শুরুটা করেছেন সাবেক ওপেনার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। নিজের ইউটিউব চ্যানেলে এক ভক্তের প্রশ্নের জবাবে রাহানেকে নিয়ে চোপড়া বলেন, 'চার নম্বরে তার পারফরম্যান্স ভালো। এ জায়গায় ধারাবাহিক রান করে ৯৪-র আশপাশে স্ট্রাইক রেট রাখতে পারলে সুযোগ দেওয়া হবে না কেন? তাকে হুট করেই বাদ দেওয়া হলো। যেভাবে দুধের ওপর থেকে মাছি তাড়ায় সেভাবে। কেন এটা করা হলো?'

২০১৪ সালে রোহিত শর্মা চোট পাওয়ায় দুর্দান্ত 'মেকশিফট' ওপেনার হিসেবে আবির্ভাব রাহানের। ধারাবাহিক থাকলেও কয়েকটি ম্যাচের বাজে পারফরম্যান্সের কারণে তাঁকে বাদ দেওয়া হয়। এমনকি গত বিশ্বকাপের আগে ভারত যখন হন্যে হয়ে 'নাম্বার ফোর' খুঁজছিল, তখনো রাহানেকে বিবেচনা করা হয়নি।
ভারতের হয়ে ৯০ ওয়ানডেতে ৩৫.২৬ গড়ে ২৯৬২ রান করা রাহানের বয়স এখন ৩২ বছর। তিন সংস্করণেই নিয়মিত হতে নিজেকে প্রস্তুত করছেন এই ব্যাটসম্যান, 'ওয়ানডেতে আমি যে কোনো জায়গায় ব্যাট করতে প্রস্তুত। সেটা ওপেনিংই হোক, কিংবা চারে। আমার মন বলছে হ্যাঁ, আমি ওয়ানডেতে ফিরতে চাই। তবে সুযোগটা কখন আসবে জানি না।'