Thank you for trying Sticky AMP!!

লন্ডন আজ লাল-সবুজময়

ওভালে আজ ৮০ শতাংশ দর্শকই বাংলাদেশি! ছবি: রয়টার্স
>দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ এগোচ্ছে দারুণভাবে। দলকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছেন হাজার হাজার বাংলাদেশি দর্শক। ওভাল আজ পরিণত হয়েছে লাল-সবুজে

ইস্ট লন্ডন থেকে কেনিংটন ওভালে রওনা দিতেই দেখা হয়ে গেল বাংলাদেশের কজন দর্শকের সঙ্গে। শেডওয়েল স্টেশনে শুরু, যেটির শেষ ওভালে—পুরো পথ আজ লাল-সবুজময়। লন্ডনবাসী আজ বুঝেছে, শহরে লাল-সবুজদের কিছু একটা হচ্ছে।

ওভাল স্টেশনে আসতেই অন্য দেশের দুই নাগরিক চোখ টিপে জানিয়ে দিলেন, ‘শুভকামনা। তবে এবারের ২০১৯ বিশ্বকাপের শুরুতে উপমহাদেশের দলগুলো কিন্তু ধরা খাচ্ছে, সেটিও মাথায় রেখো।’
ইতালিতে ২০ বছর কাটিয়ে এখন লন্ডনে থিতু হওয়া তৈয়বের তা মাথায় রাখতে বয়েই গেছে, ‘ডিয়ার ব্রাদার, আমরা জিততে যাচ্ছি। বাংলাদেশ পাকিস্তান-শ্রীলঙ্কা-আফগানিস্তান নয়; আমরা অল্প রানে গুটিয়ে যাব না!’ হাজার হাজার ‘তৈয়বে’ আজ ভরে গেছে দ্য ওভাল। ২৩ হাজার ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামের ৮০ শতাংশ দর্শকই বাংলাদেশি। শুধু লন্ডনে আছেন এমন দর্শকই নন, ইংল্যান্ডের নানা জায়গা, এমনকি বাংলাদেশ থেকেও এসেছেন অনেক দর্শক। ঐতিহ্যবাহী ওভাল আজ রূপ নিয়েছে লাল-সবুজে।

যাঁরা মাঠে বসে খেলা দেখছেন, তাঁরা অবশ্যই সৌভাগ্যবান। অনেকে বিরস মুখে ফিরে গেছেন টিকিট না পেয়ে। খানিকটা মায়াই হলো ওই দর্শকদের জন্য, কতটা আশাবাদী হলে এমন ম্যাচের সকালে টিকিট কাউন্টারে টিকিট খুঁজতে আসেন তাঁরা! যেখানে অনেক আগেই ঝুলিয়ে দেওয়া হয়েছে ‘সোল্ড আউট’ নোটিশ । এক দর্শক সব জেনেও বড় কাতর কণ্ঠে জানালেন, ‘আপনার (অ্যাক্রেডিটেশন) কার্ড দিয়ে ঢুকিয়ে দিন না গ্যালারিতে’!

লুটন থেকে খেলা দেখতে আসা হামিদ আবদুল জানালেন, ২০ পাউন্ডের টিকিট ৭০-৮০ পাউন্ড দিয়ে অনেকে এসেছেন মাঠে। আজ না কি বাংলাদেশের ম্যাচ দেখতে ২০০ পাউন্ড খরচও কোনো ব্যাপার মনে হচ্ছে না বাংলাদেশিদের কাছে!

গাঁটের পয়সা খেলা দেখতে আসা দর্শকদের অবশ্য হতাশ হতে হচ্ছে না। বাংলাদেশ এগোচ্ছে ভালোভাবেই। তামিম-সৌম্য ভালো শুরু এনে দেওয়া পর সাকিব-মুশফিক গড়েছেন দুর্দান্ত এক জুটি। ২ উইকেটেই স্কোর ২০০ পেরিয়ে গেছে। ৩০০-এর বেশি রান করা কঠিনই নয়। প্রোটিয়াদের আটকাতে হলে সেটাই যে বাংলাদেশকে করতে হবে আজ। দক্ষিণ আফ্রিকান বোলারদের সীমানা ছাড়া করতেই ওভালের গ্যালারিতে উঠছে লাল-সবুজের ঢেউ! বিবিসির এক ধারাভাষ্যকার তাই রসিকতা করে বলছেন, ‘ট্রিকি অ্যাটমোসফিয়ার ফর সাউথ আফ্রিকা!’

দর্শকদের বিপুল সমর্থনে সাকিব-মুশফিক অনুপ্রাণিত হচ্ছেন আরও সামনে এগিয়ে যেতে। তাঁদের যেন মনে হচ্ছে, খেলছেন দেশেরই কোনো মাঠে। ওভাল আজ একটা মিরপুর, একটা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম!