Thank you for trying Sticky AMP!!

লোকমান ভূঁইয়াকে নিয়ে কী করবে বিসিবি?

ক্যাসিনো-কাণ্ডে কারাগারে থাকা পরিচালক লোকমান ভূঁইয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে ক্রিকেট বোর্ড? ছবি: প্রথম আলো
>বিসিবির পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া র‌্যাবের হাতে আটক হয়েছেন প্রায় দুই সপ্তাহ হলো। তাঁর অনুপস্থিতিতে বোর্ডের কার্যক্রমে স্থবির, তা ঠিক নয়। তবে এটির পার্শ্বপ্রতিক্রিয়া তো আছেই। লোকমানের ব্যাপারে তাহলে কী সিদ্ধান্ত নিচ্ছে বিসিবি?

ক্যাসিনো-কাণ্ডে আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া এখন কারাগারে। একজন পরিচালক বিতর্কিত কর্মকাণ্ডে কারাগারে, বিসিবি এখন তাঁর বিষয়ে কী সিদ্ধান্ত নেবে?

এ প্রশ্নে কদিন আগে সভাপতি নাজমুল হাসান যা বলেছিলেন, আজ মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস সেই একই কথাই বললেন, ‘এ নিয়ে বোর্ড সভাপতি কিছুদিন আগেই আপনাদের পরিষ্কার করে দিয়েছেন। যদি তিনি (লোকমান) দোষী সাব্যস্ত হন তাহলে বোর্ড থেকে ব্যবস্থা নেওয়া হবে। আমরা অপেক্ষা করছি। আর সিদ্ধান্ত নিতে হলে এটা বোর্ড সভায় আলোচনা করতে হবে। পরবর্তী বোর্ড সভায় আমরা এটা নিয়ে আলাপ করতে পারি।’

লোকমান যদি দোষী প্রমাণিত হন, তবে বোর্ড কি পারবে তাঁকে পরিচালনা পর্ষদ থেকে বহিষ্কার করতে? বিসিবির গঠনতন্ত্রের ২৫ (খ) অনুচ্ছেদ বলছে, ‘অভিযুক্ত সংস্থা বা ব্যক্তি আচরণবিধি ভঙ্গের দায়ে পরিচালনা পর্ষদ কর্তৃক এতদ্‌উদ্দেশ্যে গঠিত কমিটি কর্তৃক এই অপরাধের জন্য আচরণবিধিতে উল্লেখিত শাস্তি পাবেন। তবে এ শাস্তি প্রদানের আগে সংশ্লিষ্ট অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে।’

এই নিয়মের ফাঁক গলেই লোকমান হয়তো পরিচালক হিসেবে থেকে যেতে পারেন পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত। কিন্তু যাঁকে নিয়ে বিসিবি এতটা অস্বস্তিতে পড়েছে, বিব্রত হয়েছে; বোর্ডের সম্মানহানি হয়েছে, তাঁর বিরুদ্ধে যে ব্যবস্থা নিতে পারে পরিচালনা পর্ষদ—স্ট্যান্ডিং কমিটি থেকে বাদ দিয়ে।

এই মুহূর্তে ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান হিসেবে আছেন লোকমান। ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন আম্পায়ার্স কমিটিতে। ভাবমূর্তি উদ্ধারে বিসিবি শেষ পর্যন্ত কমিটি দুটি থেকে তাঁকে বের করেও দিতে পারে। তবে সব সিদ্ধান্ত হবে বিসিবির পরের বোর্ড সভায়। এই সভাটা কবে, সেটি এখনো জানা যায়নি।

দোষী প্রমাণিত হওয়া, শাস্তি—সবই সময় সাপেক্ষ ব্যাপার। তত দিনে তাঁর অধীনে থাকা বিভাগ চলবে কী করে? জালাল ইউনুসের পাল্টা প্রশ্ন, ‘এখন চলছে কীভাবে? এভাবেই চলবে।’