Thank you for trying Sticky AMP!!

শুভাগতদের পেলেই কী হয় জিয়ার!

>
শাইনপুকুরের বিপক্ষে আবারও দুর্দান্ত খেলেছেন জিয়া। ছবি: প্রথম আলো

শাইনপুকুরকে পেলেই জ্বলে উঠছেন জিয়া। ডিপিএল টি-টোয়েন্টিতে শাইনপুকুরের বিপক্ষে দুর্দান্ত খেলেছিলেন শেখ জামালের এ অলরাউন্ডার। আজ ঢাকা প্রিমিয়ার লিগে একই প্রতিপক্ষের বিপক্ষে আবারও দুর্দান্ত জিয়া। তাঁর অলরাউন্ড পারফরম্যান্সে ১০৬ করেও জিতেছে শেখ জামাল

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বেশ অবাক—ফতুল্লায় কী হচ্ছে! শেখ জামাল ধানমন্ডি অলআউট ১০৭ রানে। ১০৮ রানের লক্ষ্যই তাড়া করতে পারেনি শাইনপুকুর ক্রিকেট ক্লাব। শেখ জামাল ম্যাচটা জিতেছে ১২ রানে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের রুমে বসে আবাহনী-ব্রাদার্সের ম্যাচ দেখছিলেন মিনহাজুল। অন্য দুটি ম্যাচের স্কোরকার্ড দেখতে মোবাইলেও চোখে রাখছিলেন। শেখ জামাল-শাইনপুকুর ম্যাচের স্কোরকার্ড দেখে ভীষণ অবাকই হলেন প্রধান নির্বাচক!

আজ রূপগঞ্জের বিপক্ষে সেঞ্চুরি করেছেন এনামুল। সৌজন্য ছবি

প্রিমিয়ার লিগে শাইনপুকুর যেন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের সঙ্গে তাল মিলিয়ে চলছে। তবে শেষ পর্যন্ত পেরে উঠছে না! নিজেদের আগের ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের ৭ উইকেটে ৩৫৭ রানের জবাবে তারা করেছে ৩৩৪ রান। প্রতিপক্ষ ব্যাটসম্যানদের মতো শাইনপুকুরও আক্রমণাত্মক খেলেছে সেদিন। শেষ পর্যন্ত পারেনি। আজ আবার ঠিক উল্টো। ফতুল্লায় শাইনপুকুর বোলারদের দুর্দান্ত বোলিংয়ে শেখ জামাল ৩৫.১ ওভারে অলআউট ১০৬ রান করে। সাতে নামা জিয়াউর রহমানের ৪১ রান যে এত মূল্যবান হয়ে যাবে, তখন কে ভেবেছিল। শাইনপুকুরের ওপেনার সাব্বির হোসেন আজ বল হাতে সফল, ২৮ রানে পেয়েছেন ৪ উইকেট।

সহজ লক্ষ্য তাড়া করতে নামা শাইনপুকুর কোনো উইকেট না হারিয়ে তুলে ফেলল ৪৬ রান। এই দলটা কি না বাকি ৬১ রান তুলতে পারল না! ওপেনিং জুটি ভাঙতেই হুড়মুড়িয়ে ধসে পড়ল তাদের ব্যাটিং লাইনআপ। ৪৮ রানের মধ্যে সব কটি উইকেট হারাল শাইনপুকুর, অলআউট ৯৪ রানে। আফিফ-শুভাগতদের গুঁড়িয়ে দিয়েছেন শেখ জামালের দুই পেসার—জিয়া আর সালাউদ্দীন শাকিল। জিয়া ২৩ রানে নিয়েছেন ৫ উইকেট আর শাকিল নিয়েছেন ২১ রানে ৪ উইকেট। দলের বিপর্যয়ে করেছেন মহাগুরুত্বপূর্ণ ৪১ আবার ৫ উইকেট পেয়েছেন, ম্যাচটা হয়ে রইল জিয়াময়! মজাটা হচ্ছে, কদিন আগে ডিপিএল টি-টোয়েন্টিতেও এই শাইনপুকুরের বিপক্ষে দুর্দান্ত খেলেছিলেন জিয়া।

ওদিকে বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জের দেওয়া ১৬৪ রানের লক্ষ্য ৯ উইকেট হাতে রেখে টপকে গেছে প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংকের অধিনায়ক এনামুল হক অপরাজিত ছিলেন ১০০ রানে।