Thank you for trying Sticky AMP!!

শোয়েবদের মুখে লাগাম দিতে বললেন রমিজ

পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা। ছবি: টুইটার

সামাজিক যোগাযোগমাধ্যমে মজেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। যে যাঁর মতো ইউটিউব চ্যানেল খুলে দিচ্ছেন বিশেষজ্ঞ মন্তব্য। কঠোর সমালোচনা করছেন বোর্ডের, খেলোয়াড়দের কিংবা কোনো বিষয়ের। মোট কথা, কথা বলতে মুখে তেমন কোনো লাগাম রাখছেন না তাঁরা। রমিজ রাজা তাঁদের সতর্ক করলেন।

সাম্প্রতিক সময়ে ইনজামাম-উল-হক, শোয়েব আখতার, রশিদ লতিফ, শহীদ আফ্রিদিরা ইউটিউব চ্যানেলে নানা বিষয় নিয়ে কথা বলছেন। সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজার মতে, ডিজিটাল প্লাটফর্মে অপ্রয়োজনীয় সমালোচনা পাকিস্তান ক্রিকেটের ভাবমূর্তিকেই বরং ক্ষতিগ্রস্ত করছে।

রমিজের মতে, মন্তব্য করতে গিয়ে অনেকেই সীমালঙ্ঘন করছেন। তাঁদের সতর্ক করে দেওয়ার বার্তাটা রমিজ অবশ্য নিজের ইউটিউব চ্যানেলেই দিয়েছেন, 'মাইক খুব শক্তিশালি জিনিস। এখানে মাত্র দুই সেকেন্ডে কাউকে উলঙ্গ করে ফেলা যায়। আমাদের আরও সাবধান হতে হবে। কেউ কেউ অবশ্য সীমালঙ্ঘন করছে। তবে হতাশ থাকলে ক্ষোভ প্রশমনের এটাই উপায়।'

কথা বলতে গিয়ে সীমালঙ্ঘনকারীদের বিরুদ্ধে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ব্যবস্থাও নিয়েছে। শোয়েবকে এর আগে আইনি নোটিশ পাঠিয়েছে পিসিবি। এসব বিষয় স্মরণ করিয়ে দেন রমিজ রাজা।

পাকিস্তানের হয়ে ৫৭ টেস্ট ও ১৯৮ ওয়ানডে খেলা রমিজ বলেন, 'অনেক সাবেক ক্রিকেটার ইউটিউব চ্যানেল খুলেছেন। ক্ষোভ প্রশমন করতে গিয়ে কেউ যেন ব্যক্তিগত আঘাত না করেন। সব সাবেক ও বর্তমান ক্রিকেটারদের রুটি-রুজি এ খেলার ওপর নির্ভরশীল। গত কয়েক মাস ধরে পাকিস্তান ক্রিকেট শুধু ভুল কারণে শিরোনামে এসেছে। এতে পাকিস্তান ক্রিকেটরেই ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। সমালোচনা করতেই পারেন, তবে সেটা যেন জ্ঞানীসুলভ হয়।'