Thank you for trying Sticky AMP!!

শোয়েবের বিরুদ্ধে মামলা করল পিসিবি

উমর আকমলের নিষেধাজ্ঞা নিয়ে কথা বলতে গিয়ে বিপাকেই পড়েছেন শোয়েব। রয়টার্স ফাইল ছবি

শোয়েব আখতার রাখঢাক রেখে কথা বলেছেন কবে? যখন যা ভেবেছেন, সেটিই প্রকাশ্যে বলে ফেলেছেন। ভীষণ অকপট হওয়ার কারণেই বোধ হয় এই মুহূর্তে তিনিই পাকিস্তানে সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার। নিজের ইউটিউবে চ্যানেলে দুদিন পর পর একেকটা বোমা ফাটান! তবে সম্প্রতি যে বোমাটা ফাটিয়েছেন, তাতে একটু বেকায়দায় পড়তে হচ্ছে 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'কে।

দুদিন আগে উমর আকমলের শাস্তি নিয়ে প্রশ্ন তোলেন শোয়েব। সাবেক গতিতারকা কাঠগড়ায় তোলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের আইন বিভাগকেই, 'তার (আকমল) শাস্তিটা কি সমর্থনযোগ্য হয়েছে? আমাকে বলতেই হবে পিসিবির আইন বিভাগ একেবারেই অকাজের আর অযোগ্য। বিশেষ করে তাফজল রিজভি (পিসিবির আইন উপদেষ্টা), জানি না সে কোথা থেকে এসেছে। তার ভালো যোগাযোগ আছে, গত ১০-১৫ বছর ধরে পিসিবিতে আছে। এমন কোনো মামলা নেই যে সে হারে।'

শোয়েবের এই মন্তব্যে চটেছে পিসিবি। শোয়েবের বিরুদ্ধে মানহানি মামলাই টুকে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি এক বিজ্ঞপ্তিতে বলেছে, 'শোয়েব আখতারের আপত্তিকর শব্দচয়নে পিসিবি হতাশ। জনসম্মুখে তিনি পিসিবি আইন বিভাগ  ও আইন উপদেষ্টার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন। শোয়েব আখতার যে ভাষায় কথা বলেছেন সেটি একেবারেই অনোপযুক্ত ও মানহানিকর। কোনো সভ্য সমাজ এটি মেনে নিতে পারে না। পিসিবির আইন উপদেষ্টা তাফজল রিজভি নিজে দায়িত্ব নিয়ে শোয়েব আখতারের বিরুদ্ধে মানহানি ও ফৌজদারি মামলা করেছেন।'