Thank you for trying Sticky AMP!!

সবচেয়ে দামি আইপিএল তারকা হওয়ার খুশিতে…

অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। ছবি: টুইটার

আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার তিনি। কলকাতা নাইট রাইডার্সে নাম লেখানো কামিন্সের চুক্তির অঙ্কটা বেশ বড়—১৫ কোটি ৫০ লাখ রুপি। করোনাভাইরাস ছোবল মেরে না উঠলে আজ হয়তো কলকাতার জার্সি গায়ে কামিন্সকে দেখা যেত মাঠ মাতাতে।

তবে নিজের এত দাম উঠবে কামিন্স নিজের ঘুণাক্ষরে ভাবেননি।দাম দেখে তাই বার কয়েক চোখ কচলেছেন! সত্যি তো! পরে এমনই খুশি হয়েছেন, কলকাতার কোচ ব্রেন্ডন ম্যাককালামসহ দলের কর্মকর্তাদের বেশ কয়েকবার নৈশভোজ করাতে চেয়েছেন তিনি!

পরিকল্পনাটা শুনুন তাঁর মুখ থেকেই, 'আমার মনে হয় আমার উচিত বাজ (ম্যাককালামের ডাক নাম) ও কলকাতার অন্যান্য কর্মকর্তাদের বার দুয়েক নৈশভোজ করানো! ম্যাককালামের মতো খেলোয়াড়ের কাছ থেকে এমন দাম পাওয়া আমার জন্য অনেক সম্মানের বিষয়। ও অসাধারণ একজন অধিনায়ক ছিল। ওর বিপক্ষে খেলে মুগ্ধ হয়েছি। আমার ওপরে ও আস্থা রেখেছে, আর এটাই আমি চাই।'

তবে কলকাতায় যে কামিন্সের এবারই প্রথম আসা, তা কিন্তু নয়। এ আগেও একবার কলকাতায় খেলে গেছেন। তখন সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, জ্যাক ক্যালিস, গৌতম গম্ভীর, আন্দ্রে রাসেলদের সঙ্গে খেলেছেন। সেই স্মৃতি কামিন্সের মনে এখনও টাকটা, 'আইপিএলের প্রথম স্বাদ কলকাতাই আমাকে দিয়েছে। তখন আমার বয়স অনেক কম ছিল। অভিজ্ঞতাও কম ছিল। অনেক কিছুই শিখছিলাম। জ্যাক ক্যালিসের মতো দুর্দান্ত খেলোয়াড়ের সতীর্থ হয়েছিলাম। অনেক ভালো লাগত। ওর সঙ্গে নিয়মিত নৈশভোজ করতাম, একসঙ্গে খেলতাম। আন্দ্রে রাসেলের ক্যারিয়ার তখন মাত্র শুরু হয়েছে। সে মৌসুমেই আমরা শিরোপা জিতি। কলকাতা আমার মনে সব সময় একটা জায়গা করে নিয়েছে। তাই এবার আবারও কলকাতায় আসতে পেরে অনেক উদ্দীপ্ত হয়েছি।'
সেবার মাত্র চার ম্যাচ খেললেও কামিন্স জানেন, এবার তাঁর ওপর দায়িত্ব কতটুকু। সে দায়িত্ব ঠিকভাবে পালন করার জন্য মুখিয়ে আছেন তিনি, 'আমাকে অনেক দামী চুক্তিতে দলভুক্ত করা হয়েছে। আমি জানি আমার ওপর কী দায়িত্ব দেওয়া হয়েছে। '
তবে কামিন্স এবার কলকাতার হয়ে সেই দায়িত্ব পালন করতে পারবেন কি না তা সময়ই বলে দেবে। করোনা মহামারিতে স্থগিত করা হয়েছে এবারের আইপিএল।