Thank you for trying Sticky AMP!!

বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তা কাটেনি।

সরকারের কথার বাইরে যাবে না শ্রীলঙ্কা ক্রিকেট

কঠিন কোয়ারেন্টিন শর্ত মেনে শ্রীলঙ্কায় বাংলাদেশ টেস্ট সিরিজ খেলবে না, বিসিবি এটি জানিয়ে দেওয়ার পর গত দুই সপ্তাহ শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) অনেক দৌড়ঝাঁপ করেছে। কিন্তু সে দৌড়ঝাঁপের ফল শূন্য বলেই মনে হচ্ছে। কাল রাতে কলম্বোয় এক সংবাদ সম্মেলনে এসএলসি কর্তারা জানিয়েছেন, বাংলাদেশ দলের কোয়ারেন্টিনের ব্যাপারে তাঁরা সরকারের নির্দেশনার বাইরে যাবেন না।

এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা বলেছেন, ‘কোভিড টাস্কফোর্স থেকে আমরা যে বার্তাই পাই না কেন, সেটা বিসিবিকে পাঠাব। টাস্কফোর্সের (স্বাস্থ্য) নির্দেশিকা যদি তারা (বিসিবি) মানতে প্রস্তুত না থাকে, তাহলে সিরিজটি আমাদের স্থগিত করতে হবে। তখন আগামী বছর বা পরের বছর সিরিজটি আয়োজনের চিন্তা করব।’

সেনাবাহিনীর পরিচালিত কোভিড টাস্কফোর্স ভীষণ সক্রিয় বলেই শ্রীলঙ্কা করোনা মহামারি মোকাবিলায় এতটা সফল। এসএলসির সেক্রেটারি মোহন ডি সিলভা অবশ্য আশাবাদী, নতুন স্বাস্থ্য নির্দেশিকায় রাজি হবে বিসিবি, ‘আমরা তাদের (বিসিবি) চাহিদাগুলো পাঠিয়েছি (সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে)। আপনারা জানেন, দেশ হিসেবে আমরা এই মহামারি নিয়ন্ত্রণে রাখতে খুবই সফল হয়েছি। সে জন্য কঠোর স্বাস্থ্য নির্দেশিকা মানতে হচ্ছে আমাদের। আমরা তাদের (বিসিবি) সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছি এবং নিশ্চিত তারা এসব বিষয়ে বোঝাপড়া করছে। আশা করছি, আমরা এটার সমাধান করতে পারব ও শিগগির বাংলাদেশ দল শ্রীলঙ্কায় আসবে।’

বাংলাদেশ দলের ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল। কিন্তু এসএলসি এখনো স্বাস্থ্য নির্দেশিকা না পাঠানোয় আগের সূচি অনুযায়ী যাওয়া হচ্ছে না। হোটেল সোনারগাঁওয়ে ক্রিকেটারদের জৈব সুরক্ষাবলয়ে থাকার সময় তাই বাড়ছে। তবে সফরটা শেষ পর্যন্ত না হলে কী হবে, সে সিদ্ধান্ত নিতে কাল সভায় বসার কথা বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের। ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কা যাওয়া হচ্ছে না বলে খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের আজকের করোনা পরীক্ষা স্থগিত করা হয়েছে।