Thank you for trying Sticky AMP!!

সরফরাজকে ম্যাচ পাতানোর প্রস্তাব দিয়ে ১০ বছর নিষিদ্ধ

পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। ছবি: এএফপি
>২০১৭ সালে আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ চলাকালীন দুর্নীতির অনৈতিক প্রস্তাব পেয়েছিলেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। ঘটনাটি তাৎক্ষণিকভাবে আইসিসির দুর্নীতি দমন শাখাকে জানান তিনি। এর পরিপ্রেক্ষিতে আরব আমিরাত ঘরোয়া ক্রিকেটের কোচ ইরফান আনসারিকে নিষিদ্ধ করল আইসিসি। তাঁর কাছ থেকেই প্রস্তাব পেয়েছিলেন সরফরাজ

২০১৭ সালে আরব আমিরাতে পাকিস্তান-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ চলাকালীন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদকে ম্যাচ পাতানোর প্রস্তাব দিয়েছিলেন ইরফান আনসারি। আরব আমিরাত ঘরোয়া ক্রিকেটের এই কোচের অনৈতিক প্রস্তাব তাৎক্ষণিকভাবে আইসিসির দুর্নীতি দমন শাখাকে (আকসু) জানিয়েছিলেন সরফরাজ। তদন্ত ও শুনানি শেষে অভিযুক্ত হয়েছেন আনসারি। তাঁকে সব ধরনের ক্রিকেট থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি।

আরব আমিরাত ঘরোয়া ক্রিকেটের কোচ ইরফান আনসারি। ছবি: টুইটার

আইসিসির দুর্নীতি দমনবিরোধী নীতিমালার তিনটি ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন আরব আমিরাতের ঘরোয়া ক্রিকেটে দুটি দল পরিচালনার অভিজ্ঞতাসম্পন্ন এই কোচ। সেই সিরিজে পাকিস্তান দলের সঙ্গেও সংযুক্ত ছিলেন তিনি। আজ বিবৃতিতে ইরফানকে নিষিদ্ধ করার কথা জানিয়েছে আইসিসি। আকসুর তদন্তকাজে সহায়তা না করার জন্য এই প্রথমবারের মতো কাউকে শাস্তি দিল ক্রিকেটের এই সর্বোচ্চ সংস্থা। আইসিসির দুর্নীতি দমন শাখায় (আকসু) এর আগে দুবার সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানান ইরফান।

আইসিসির বিবৃতি অনুযায়ী, ইরফান যে সরফরাজকে প্রস্তাব দিয়েছিলেন সেই প্রমাণ পেয়েছে আকসুর ট্রাইব্যুনাল। সংস্থাটির বিবৃতি অনুযায়ী, সরফরাজকে অনৈতিক কাজে জড়ানোর প্রস্তাব দিয়ে তাঁর কাছে দলের তথ্য চেয়েছিলেন ইরফান। সরফরাজ এরপর দেরি না করে ব্যাপারটি জানান আকসুকে, যার পরিপ্রেক্ষিতে নিষিদ্ধ হলেন এই কোচ। এ জন্য সরফরাজকে ধন্যবাদ জানিয়েছেন আইসিসির জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল, ‘ঘটনাটি জানানোর পর থেকে সরফরাজ যে নিরেট নেতৃত্ব আর পেশাদারি দেখিয়েছে, সে জন্য তাকে ধন্যবাদ জানাই। সে প্রস্তাবটি প্রত্যাখ্যান করে আমাদের জানানোর পাশাপাশি তদন্তকাজেও সহায়তা করেছে।’