Thank you for trying Sticky AMP!!

সাকিবকে আর ফোন দেন না শাহরুখ!

সাকিব যখন কলকাতায় ছিলেন। ছবি: টুইটার
>আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে ছয় মৌসুম খেলেছেন সাকিব আল হাসান। এখন খেলছেন সানরাইজার্স হায়দরাবাদে। সাকিব নিজেই জানিয়েছেন, কেকেআরের মালিক, বলিউড তারকা শাহরুখ খান দল ছাড়ার পর আর তাঁকে ফোন দেননি। অথচ একসময় সাকিবের সঙ্গে বিশেষ সম্পর্কই ছিল এই বিখ্যাত অভিনেতার।

আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে সানরাইজার্স হায়দরাবাদ টিম এখন কলকাতায়। খেলা কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। সাকিব আল হাসানের জন্য এটি বিশেষ ম্যাচই। হায়দরাবাদের সাকিবের সাবেক দল যে কলকাতাই। ছয় মৌসুম কলকাতায় খেলেছেন। এই দলের অনেকের সঙ্গেই সাকিবের আছে বিশেষ সম্পর্ক। দুবারের আইপিএলজয়ী কলকাতা নাইটরাইডার্সের মালিক, বলিউড অভিনেতা শাহরুখ খানের সঙ্গে একসময় বিশেষ সম্পর্কই হয়ে উঠেছিল সাকিবের। হায়দরাবাদে যোগ দেওয়ার পর সাকিবের সঙ্গে তাঁর সম্পর্ক এখন কেমন? সাকিব নিজেই জানিয়েছেন, শাহরুখ দল ছাড়ার পর আর তাঁকে ফোনটোন দেননি।

কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন, শাহরুখ আর তাঁকে ফোন দেননি! কেকেআর নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করতে বলা হলে সাকিব বলেন, ‘কেকেআর, ইডেন! এই দুটি নাম বললে অনেক স্মৃতি ভিড় করে মনে। প্রথম মৌসুম থেকে যত দিন ছিলাম, সব কটি স্মৃতিই আমার কাছে স্মরণীয়। চ্যাম্পিয়ন হয়েছি, মানুষের মন জয় করেছি। আরও একটা ব্যাপার ছিল। ঢাকা আর কলকাতা—খুব কাছাকাছি বলে আমার বন্ধুবান্ধব, পরিবার, সবাই ম্যাচ দেখতে আসত। কলকাতার মানুষ, ইডেনের দর্শকদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি, যা কোনো দিন ভুলব না।’ এরপরেই সাকিব হাসতে হাসতে বলেন শাহরুখের সঙ্গে তাঁর আর যোগাযোগ না হওয়ার ব্যাপারটি, ‘নাহ, কেকেআর ছাড়ার পর শাহরুখের ফোন আর পাইনি!’


সানরাইজার্স হায়দরাবাদে সাকিব ছাড়াও অনেক খেলোয়াড় আছেন, যাঁরা আগে কেকেআরে খেলতেন। যেমন ইউসুফ পাঠান, মনীশ পান্ডে, শ্রীবৎস গোস্বামী, ঋদ্ধিমান সাহা। হায়দরাবাদের এই দলে কলকাতার সাবেক অনেক খেলোয়াড় থাকার কারণে জয়টা সহজ হতে পারে বলে মনে করেন সাকিব, ‘আমরা এত দিন কেকেআরে খেলেছি। ওদের ভেতরের খবর আমরা ভালো বুঝতে পারি। প্রতিপক্ষ দল নিয়ে আমাদের টিম ম্যানেজমেন্টকে পরামর্শ দিতে পারি। একদিক দিয়ে এটা আমাদের শক্তি বলা যায়।’

আজ বিকেল সাড়ে চারটায় কলকাতার ইডেন গার্ডেন মাঠে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে সাকিবের সানরাইজার্স হায়দরাবাদ।