Thank you for trying Sticky AMP!!

সাকিবের রেকর্ড ভেঙে দিতে পারবেন তাসকিন?

তাসকিন আহমেদ বিপিএলে সত্যি যেন উড়ছেন। ফাইল ছবি
>এবারের বিপিএলে সবচেয়ে বড় পাওয়া তাসকিন আহমেদকে ফিরে পাওয়া। ১১ ম্যাচে ২১ উইকেট নেওয়া তাসকিন আর ২ উইকেট পেলে এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়বেন।

সিলেট সিক্সার্সের বিদায় নিশ্চিত হয়ে গেছে আগেই। আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটা চট্টগ্রামের বিপক্ষে। দলীয় দৃষ্টিকোণ থেকে এই ম্যাচে পাওয়ার কিছু নেই। তবে ব্যক্তিগত অর্জনে অনেক বড় প্রাপ্তির হাতছানি তাসকিন আহমেদের সামনে।

এবারের বিপিএল তাসকিনকে নতুন করে আবিষ্কার করার আসর। বিপিএল খেলেই তরুণ তাসকিন প্রথমে নজর কেড়েছিলেন। চোট ও ছন্দহীনতা মিলিয়ে গত বছরে প্রায় চোখের আড়ালে চলে যাওয়া এই পেসার নিজেকে নতুন করে চিনিয়েছেন এবার। ২১ উইকেট আছে তাঁর নামের পাশে। আজকের ম্যাচে ২ উইকেট পেলেই বিপিএলের এক আসরে সবচেয়ে বেশি উইকেটের নতুন রেকর্ড গড়বেন।

এখন পর্যন্ত রেকর্ডটা দুজনের দখলে। সাকিব আল হাসান ও কেভন কুপার। কুপার ২০১৪-১৫ আসরে বরিশাল বুলসের হয়ে ৯ ম্যাচে ২২ উইকেটে নিয়েছিলেন। গত আসরে সাকিব ১৫ ম্যাচে ২২ উইকেট নেন। ১১ ম্যাচে ২১ উইকেট নিয়ে তাসকিন এই তালিকার তিনে আছেন। এক আসরে ২১ উইকেট অবশ্য আছে আবু হায়দার (২০১৫-১৬, কুমিল্লা ভিক্টোরিয়ানস) ও ডোয়াইন ব্র্যাভোরও (২০১৫-১৬, ঢাকা ডায়নামাইটস)। তবে শেষের দুজন ম্যাচ বেশি খেলেছেন তাসকিনের চেয়ে।

তাসকিন এবারের বিপিএলের শুরুটা করেছিলেন প্রথম ম্যাচে ৩১ রান দিয়ে উইকেটশূন্য থেকে। তবে পরের ১০ ম্যাচে মাত্র একবার উইকেটশূন্য থেকেছেন। ৯ ম্যাচে উইকেট তুলে নেওয়ার মতো ধারাবাহিক ছিলেন তাসকিন।

সবচেয়ে বেশি উইকেট

বোলার

ওভার

উইকেট

সেরা

গড়

ইকো.

তাসকিন আহমেদ

৩৫.১

২১

৪/২৮

১৪.৬৬

৮.৭৫

আবু জায়েদ

৪২.০

১৮

৩/২৫

১৯.১৬

৮.২১

ফরহাদ রেজা

৩৩.০

১৭

৪/৩২

১৫.৫৮

৮.০৩

সাকিব আল হাসান

৩৬.০

১৭

৪/১৬

১৫.৬৪

৭.৩৮

মাশরাফি বিন মুর্তজা

৪৩.০

১৭

৪/১১

১৭.২৯

৬.৮৩

সবচেয়ে বেশি রান

ব্যাটসম্যান

ম্যাচ

রান

সর্বোচ্চ

গড়

স্ট্রাইকরেট

রাইলি রুশো

১১

৫১৪

১০০*

৮৫.৬৬

১৫১.১৭

নিকোলাস পুরান

১১

৩৭৯

৭৬*

৪৭.৩৭

১৫৯.৯১

মুশফিকুর রহিম

১১

৩৭০

৭৫

৩৭.০০

১৩৮.০৫

লরি ইভান্স

১১

৩৩৯

১০৪*

৩৭.৬৬

১৩৭.৮০

অ্যালেক্স হেলস

৩০৪

১০০

৪৩.৪২

১৬৭.০৩

 

১০৯*

ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস এভিন লুইসের। কুমিল্লা ভিক্টোরিয়ানস ব্যাটসম্যান চট্টগ্রামে খেলেছেন খুলনা টাইটানসের বিপক্ষে

 

৪/১০

সেরা বোলিং রাজশাহী কিংসের পেসার কামরুল ইসলামের, কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে

 

২৮

সবচেয়ে বেশি ছক্কা সিলেট সিক্সার্সের ক্যারিবীয় ব্যাটসম্যান নিকোলাস পুরানের

 

এবারের বিপিএলে সেঞ্চুরি, যা বিপিএলে এক মৌসুমে রেকর্ড

এবারের বিপিএলে তাসকিন

বোলিং

প্রতিপক্ষ

মাঠ

১/৩৪

রাজশাহী

চট্টগ্রাম

২/৬

খুলনা

চট্টগ্রাম

২/২০

রাজশাহী

চট্টগ্রাম

২/৩৫

খুলনা

ঢাকা

৪/৪২

রংপুর

সিলেট

১/৩২

ঢাকা

সিলেট

২/৩৪

রংপুর

সিলেট

০/৮

কুমিল্লা

সিলেট

৩/৩৮

ঢাকা

ঢাকা

৪/২৮

চট্টগ্রাম

ঢাকা

০/৩১

কুমিল্লা

ঢাকা