Thank you for trying Sticky AMP!!

সিরিজ জয়ের অপেক্ষায় বাংলাদেশ এ

বাংলাদেশ এ দলের ওপেনার সাইফ হাসান। ছবি: ফাইল ছবি
>কলম্বোয় শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে আন অফিশিয়াল ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৯ উইকেটে ৩২২ রান তুলেছে বাংলাদেশ এ দল। সেঞ্চুরি তুলে নিয়েছেন সাইফ হাসান।

শ্রীলঙ্কায় আন অফিশিয়াল ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচটা কঠিন করে জিতেছিল বাংলাদেশ ‘এ’ দল। আজ কলম্বোয় তৃতীয় ও শেষ ম্যাচে বড় সংগ্রহই তুলে নিয়েছে সফরকারিরা। সাইফ হাসানের দুর্দান্ত সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩২২ রান তুলেছে বাংলাদেশ এ দল। আজ জিতলেই আন অফিশিয়াল ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত হবে তাদের। এর আগে দুই ম্যাচের আন অফিশিয়াল টেস্ট সিরিজে ড্র করেছে দুই দল।

প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ছিল দুই দল। আজকের ম্যাচটা তাই দুই দলের জন্যই সিরিজ ফয়সালার লড়াই। সে লড়াইয়ে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেছিলেন দুই ওপেনার সাইফ ও মোহাম্মদ নাঈম। ২২.২ ওভারে ১২০ রানের জুটি গড়েন দুজন। নাঈম ৭৬ বলে ৬৬ রানে আউট হলেও এক প্রান্ত ধরে রেখেছিলেন সাইফ। ৪১.১ ওভারে আউট হওয়ার আগে দলীয় ইনিংসের ভিত গড়ে দিয়ে যান এ ওপেনার। ৩ ছক্কা ও ১২ চারে ১১০ বলে করেছেন ১১৭ রান। সাইফের মোট রানে অর্ধেকের বেশিসংখ্যক রান এসেছে বাউন্ডারি থেকে।

অধিনায়ক মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে এসেছে ৩৫ বলে ৩২ রান। সাইফ আউট হওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেটে ২৫৫। অর্থাৎ তিনি আউট হওয়ার পর শেষ ৫৩ বলে ৬৭ রান তুলতে পেরেছে বাংলাদেশ এ দল। শেষ দিকে বাংলাদেশের ব্যাটসম্যানেরা তেমন ভালো করতে পারেনি। দুই ওপেনার ছাড়া ন্যূনতম ৫০ রানের ইনিংসও খেলতে পারেননি আর কোনো ব্যাটসম্যান।