Thank you for trying Sticky AMP!!

সুখবর পেয়ে আবারও জ্বলে উঠলেন তাইজুল

ভারতে আবারও ভালো বোলিং করেছেন তাইজুল। প্রথম আলো ফাইল ছবি
>তাইজুল আগের ম্যাচে ইনিংসে ৮ উইকেট নিয়েছিলেন। আজ আবার ৪ উইকেট পেয়েছেন। শ্রীলঙ্কা সফরে সুযোগ পাওয়ার সুসংবাদে যেন ভালো করতে অনুপ্রাণিত হয়েছেন বাঁহাতি স্পিনার

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন আজ জানালেন, তাইজুল (ইসলাম) ভারত থেকে শ্রীলঙ্কায় যাবে। বাঁহাতি স্পিনার ভারত থেকে সুখবরটা নিশ্চয়ই পেয়েছেন—আড়াই বছর পর ফিরেছেন বাংলাদেশ ওয়ানডে দলে। সেই সুখবর পেয়ে আবারও জাদু দেখালেন বাঁহাতি স্পিনে।

ভারতের কর্ণাটকে চার দিনের ম্যাচের টুর্নামেন্টে দারুণ ফর্মে আছেন তাইজুল। প্রথম ম্যাচে ৮ উইকেট নেয়ার পর দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসেও ভালো বোলিং করেছেন এই বাঁহাতি। ভারতের অন্যতম সেরা টেস্ট ভেন্যু এম চেন্নাস্বামী স্টেডিয়ামে ড. ডিওয়াই ক্রিকেট একাডেমির বিপক্ষে ৩০ ওভারে ১৩৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তাইজুল।

টসে জিতে আগে ব্যাট করা স্বাগতিকরা দিন শেষে ৮ উইকেটে ৩০০ রান করেছে। তিন নম্বর ব্যাটসম্যান আশায় সারদেসাই ১১২ রানে অপরাজিত আছেন। এ ছাড়া শুবহাম রাঞ্জানে ৫০ ও লোয়ার অর্ডার ব্যাটসম্যান আমান খান ৪৩ রান করেন। এছাড়া প্রথম দিন জুড়ে দাপট দেখিয়েছে বিসিবি একাদশের বোলাররা।

বিশেষ করে দুই পেসার তাসকিন আহমেদ ও শহিদুল ইসলাম মিতব্যয়ী বোলিং করেছে। তাসকিন প্রথম ম্যাচে খরুচে বোলিং করলেও চেন্নাস্বামীতে ছন্দ খুঁজে পেয়েছেন। ১৯ ওভারে ১.৭৪ ইকোনমি রেটে মাত্র ৩৩ রানে ২ উইকেট নিয়েছেন তাসকিন। ১৫ ওভারে ২.৩৩ ইকোনমি রেটে ৩৫ রানে ১ উইকেট নিয়েছেন শহিদুল। অফস্পিনার নাঈম হাসান ১ উইকেট পেয়েছেন।