Thank you for trying Sticky AMP!!

সৌরভকে নিজের চরকা সামলাতে বললেন তিনি

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। ছবি: এএফপি
এশিয়া কাপ নিয়ে আগাম মন্তব্য করায় সৌরভ গাঙ্গুলীর সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক রশিদ লতিফ

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী বুধবার জানিয়ে দেন, এ বছর এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে না। অথচ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা তখনো আসেনি। বৃহস্পতিবার এসিসির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, এ বছরের মতো স্থগিত রাখা হচ্ছে এশিয়া কাপ।

কিন্তু আগ বাড়িয়ে সৌরভের এশিয়া কাপ বাতিলের ঘোষণাটা পছন্দ হয়নি পাকিস্তানিদের। প্রথমে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মিডিয়া বিভাগের প্রধান সামিউল হাসান সৌরভের বক্তব্যকে ভিত্তিহীন বলেন। পরে আনুষ্ঠানিক ঘোষণার পর মত পাল্টে ফেলে পাকিস্তান। পিসিবি প্রধান এহসান মানি সৌরভের সমর্থনে দিয়ে বলেছিলেন, ‘এশিয়ান ক্রিকেট কাউন্সিল পরের বছর এশিয়া কাপ আয়োজনের চেষ্টা চালাচ্ছে। করোনাভাইরাসের কারণে মানুষের স্বাস্থ্য এবং সুরক্ষার কথা মাথায় রেখে টুর্নামেন্ট এ বছরের মতো স্থগিত হয়েছে।’

এবার সাবেক পাকিস্তানি অধিনায়ক ও উইকেটরক্ষক রশিদ লফিত মন্তব্য করলেন সৌরভকে খোঁচা দিয়ে। সৌরভকে এশিয়া কাপ নিয়ে কথা না বলে ভারতীয় ক্রিকেট ও আইপিএল নিয়ে ভাবতে বলেন তিনি, ‘এশিয়া কাপ হবে কি না, এই সিদ্ধান্ত নেওয়ার কথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের। অত্যধিক ক্ষমতা দেখালে তাতে এশিয়ার দেশগুলোর শুধু ক্ষতিই হবে। গাঙ্গুলীর উচিত ভারতের ক্রিকেট ও আইপিএলে মন দেওয়া।’

করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যাওয়া টি-টোয়েন্টির এশিয়া কাপ ২০২১ সালের জুনে আয়োজনের ব্যাপারে আশাবাদী এসিসি। এ বছর এশিয়া কাপ শ্রীলঙ্কার সঙ্গে অদল-বদল করেছিল পাকিস্তান। সে হিসাবে ২০২১ সালে শ্রীলঙ্কাতে বসবে এশিয়া কাপ। ২০২২ সালের এশিয়া কাপ আয়োজন করবে পাকিস্তান।