Thank you for trying Sticky AMP!!

সৌরভ আইসিসি সভাপতি হলে..

সিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। ছবি: টুইটার

ইংলিশ কাউন্টি ক্রিকেটে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে আজীবন নিষিদ্ধ হন দানিশ কানেরিয়া। পাকিস্তানের টেস্ট ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ এ উইকেটশিকারি এর আগে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন করলেও লাভ হয়নি। কানেরিয়া তাই অপেক্ষায় আছেন সৌরভ গাঙ্গুলীর আইসিসি সভাপতি হওয়ার।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলীকে আইসিসির সর্বোচ্চ পদে দেখার আশা প্রকাশ করেছিলেন গ্রায়েম স্মিথ। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের এ পরিচালক আইসিসি সভাপতি পদে সৌরভের পক্ষে সমর্থন জানান। এবার কানেরিয়া জানালেন, তিনিও সৌরভকে আইসিসি সভাপতি পদে দেখতে চান। ভারতের সাবেক অধিনায়ক এ পদে আসলে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন করবেন কানেরিয়া। তখন ইতিবাচক ফল পাওয়ার ব্যাপারে আশাবাদী ৩৯ বছর বয়সী এ লেগ স্পিনার।

সাম্প্রতিক সময়ে পাকিস্তান ক্রিকেট অনেক বিতর্ক তুলেছেন কানেরিয়া। হিন্দু ধর্মের হওয়ায় পাকিস্তান দলে বৈষম্যের স্বীকার হওয়ার কথা জানিয়েছেন তিনি। এ ছাড়াও পিসিবির অবহেলার শিকার হওয়ার কথাও বলেছেন ৬১ টেস্টে ২৬১ উইকেট নেওয়া এ লেগি।

২০১২ সালে এসেক্সের হয়ে খেলার সময় স্পট ফিক্সিংয়ে জড়িয়ে আজীবন নিষিদ্ধ হন তিনি। ৬ বছর পর তা স্বীকার করেন। ইন্ডিয়া টিভিতে কানেরিয়া বলেন, ' হ্যাঁ, আমি আপিল করব (সৌরভ গাঙ্গুলী সভাপতি হলে)। আইসিসি তখন সবদিক থেকে আমাকে সাহায্য করবে বলে আশা করি।'

আইসিসি সভাপতি হিসেবে সৌরভের প্রতি সমর্থনও দিলেন কানেরিয়া, 'সৌরভ গাঙ্গুলী অসাধারণ ক্রিকেটার। সে (ক্রিকেটারদের) সুরটা ধরতে পারে। আইসিসি সভাপতি পদে তার চেয়ে যোগ্য আর কেউ নেই। এখন সে বিসিসিআই সভাপতি, আইসিসি সভাপতি হলে ক্রিকেটকে এগিয়ে নেবে বলেই বিশ্বাস করি।'