Thank you for trying Sticky AMP!!

স্ত্রীর কথা শুনে ভাগ্য ফেরালেন মুমিনুল

স্ত্রীর পছন্দের কারণেই নিজের জার্সি নম্বর ‘০৭’ বেছে নিয়েছেন মুমিনুল। ছবি: প্রথম আলো

টেস্ট দলের নেতৃত্ব পাওয়ার পর তাঁর ব্যাটিং ঠিক জুতসই হচ্ছিল না। একের পর এক হারছিল বাংলাদেশ। কী করা যায়! জিম্বাবুয়ের বিপক্ষে নিজের জার্সি নম্বরই বদলে ফেলেন মুমিনুল হক। আগে মুমিনুল হকের জার্সি নম্বর ছিল ‘৬৮’। ঢাকা টেস্টে দেখা গেল তাঁর জার্সির পেছনে লেখা সৌভাগ্যের নম্বর ‘০৭’। এই জার্সি নম্বর বদলেই কি ভাগ্যও বদলে গেল মুমিনুলের!

জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে ব্যাট হাতে দারুণ এক সেঞ্চুরি করেছেন মুমিনুল, যেটি তাঁর টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে পেয়েছেন প্রথম টেস্ট জয়, সেটাও ইনিংস ব্যবধানে! বাংলাদেশের ইনিংস ব্যবধানে এর আগে জিতেছে মাত্র একটি টেস্ট। কে জানে লাকি নম্বর সেভেনের প্রভাবেই কি না!

তো কী কারণে পুরোনো ৬৮ নম্বর ফেলে জার্সিতে নতুন নম্বর ০৭ বেছে নেওয়া? ম্যাচ শেষে গতকাল সংবাদ সম্মেলনে প্রশ্নটা অবশ্য এড়িয়ে গেছেন মুমিনুল। শুধু বলেছেন, বিশেষ কোনো কারণ নেই। এমনি এমনি বদলেছি। সংবাদ সম্মেলন থেকে বেরিয়ে অবশ্য মুমিনুল গল্প করতে করতে জানিয়েছেন, স্ত্রীর চাওয়াতেই পুরোনো জার্সি নম্বর বদলেছেন। এখন থেকে নাকি তিনি এই জার্সি নম্বর পরেই খেলবেন।

মাঝেমধ্যে স্ত্রীর কথা শোনাটা তাহলে মন্দ নয়!