Thank you for trying Sticky AMP!!

মাঠে গড়াবে করোনায় স্থগিত হওয়া সব সিরিজই

স্থগিত সিরিজ মাঠে নামানোর সুযোগ আসছে

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়ার কথা ২০২১ সালের জুনে। তবে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী আজ জানালেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল পেছাতে পারে। বাংলাদেশ সহ টেস্ট খেলুড়ে দলগুলো তাই সময় পাচ্ছে করোনায় স্থগিত সিরিজগুলোর সূচি পুনঃ নির্ধারণ করার।


করোনার কারণে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচ স্থগিত হয়েছে। স্থগিত হয়েছে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে চারটি টেস্ট ও আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে লিগের তিনটি ম্যাচ। শ্রীলঙ্কার বিপক্ষে স্থগিত হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ তিনটি অবশ্য আগামী অক্টোবর-নভেম্বরে হবে। নিউজিল্যান্ড সফরটি হওয়ার কথা আগামী বছরের আগস্ট–সেপ্টেম্বরে। এরপর বাকি থাকবে পাকিস্তান, অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ড সিরিজের ম্যাচগুলো।

নিজাম উদ্দিন চৌধুরী
বিসিবি চেষ্টা করছে অস্ট্রেলিয়া সিরিজটি সুবিধাজনক কোনো সময়ে আয়োজন করতে। তবে আমাদের সময় থাকলেই তো হবে না, অস্ট্রেলিয়ার মতো বড় দলের ফাঁকা সময়েরও ব্যাপার আছে।
নিজাম উদ্দিন চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা, বিসিবি

নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে আমাদের একটি টেস্টই বাকি। এটার জন্য খুব বেশি সময় দরকার হবে না। পিসিবির সঙ্গে আলোচনা করে এটা ঠিক করব। এ ছাড়া নিউজিল্যান্ড বোর্ডের সঙ্গেও বোঝাপড়া হয়েছে যে আগামী বছর মাঝামাঝি সময়ে আমরা সিরিজটি নিশ্চিত করব। শ্রীলঙ্কা সিরিজ তো চূড়ান্তই। অস্ট্রেলিয়া এবং আয়ারল্যান্ড বোর্ডের সঙ্গেও আলাপ আলোচনা চলছে।’

এর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছিলেন, স্থগিত হওয়া সিরিজগুলোর জন্য নতুন সূচি করা হবে; তবে উপযুক্ত সময় পাওয়া যাচ্ছে না অস্ট্রেলিয়া সিরিজের জন্য। বিসিবির প্রধান নির্বাহীর কথায়ও একই আভাস, ‘বিসিবি চেষ্টা করছে অস্ট্রেলিয়া সিরিজটি সুবিধাজনক কোনো সময়ে আয়োজন করতে। তবে আমাদের সময় থাকলেই তো হবে না, অস্ট্রেলিয়ার মতো বড় দলের ফাঁকা সময়েরও ব্যাপার আছে।’ তবে তাঁর আশা, ‘আইসিসি সময়সীমা বাড়ানোর পরিকল্পনা আছে। বর্ধিত সময়সীমার মধ্যেই আশা করছি সব শেষ করতে পারব।’

করোনার বিরতির পর বাংলাদেশ দল আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে। সিরিজের খসড়া সূচি জানা গেলেও এখনো আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হয়নি। আইসিসির সূচি অনুযায়ী, শ্রীলঙ্কা সফরের পর আগামী ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষেই ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। বিসিবি সূত্র জানিয়েছে, শ্রীলঙ্কা এখন আসবে আগামী বছর। জানুয়ারিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ দল। তবে আগামী বছর ডিসেম্বর-জানুয়ারিতে ঘরের মাঠে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা সম্ভব হবে কিনা, তা এখনো নিশ্চিত নয় বিসিবিও।


ফেব্রুয়ারিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর এর মধ্যেই নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। নিজাম উদ্দিন চৌধুরীও আজ বলেছেন একই কথা, ‘নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড যে চারটি সিরিজের কথা বলেছে, তার মধ্যে আমাদেরও একটি সফর রয়েছে নিউজিল্যান্ডে। এটি সামনের বছর ফেব্রুয়ারির দিকে হবে, সেভাবেই পরিকল্পনা আছে।’