Thank you for trying Sticky AMP!!

হঠাৎ ভয় ধরানো ঝড়, কাল ম্যাচ হবে তো?

রাজকোটে আজ সন্ধ্যায় আতঙ্ক ছড়াল ঝড়। ছবি: রানা আব্বাস

আজ বিকেলেও রাজকোটের আবহাওয়াটা কত সুন্দর! এমন ঝলমলে আবহাওয়া দেখে কে বলবে, ‘মাহা’ নামের সাইক্লোন ধেয়ে আসছে গুজরাট উপকূলে। সন্ধ্যায় মাহার প্রভাব বেশ টের পাওয়া গেল। সন্ধ্যা থেকেই ঝোড়ো হাওয়ার সঙ্গে তীব্র বৃষ্টি। এতে সংশয়ে পড়েছে কাল বাংলাদেশ-ভারতের দ্বিতীয় ম্যাচ।

গত দুদিন ঝড়ের কোনো প্রভাব না থাকলেও সন্ধ্যা থেকে রাজকোটে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অবশ্য বারবার বলছিলেন, ম্যাচের আগে ঝড় অনেক দুর্বল হয়ে যাবে। বৃষ্টির তীব্রতাও হয়তো কমে যাবে। কিন্তু আজ সন্ধ্যায় ঝড় ভালোই ভীতি ছড়াল সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে। প্রেসবক্সের পাশেই শোনা গেল গ্লাস ভেঙে পড়ার শব্দ ।

মাঠকর্মীদের সাহস দেখেও বেশ অবাক হতে হলো। ঝড়-বৃষ্টির মধ্যেই কজন মাঠকর্মী কাভারের কাছে ঠাঁই দাঁড়িয়ে, ৩০ গজি বৃত্ত কিংবা উইকেটের যেন কিছু না হয়, সতর্ক চাহনিতে তারা দেখতে থাকল।

দলের সঙ্গে ভারত সফরে আসা বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল অবশ্য বলছিলেন, ম্যাচের সময় বৃষ্টির সম্ভাবনা কম। আর মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থাও খুব উন্নত। তাঁর আশা ম্যাচটা ঠিকঠাক হয়ে যাবে।