Thank you for trying Sticky AMP!!

হাতে ১৪ সেলাই, বিপিএল শেষ মাশরাফির?

রক্তাক্ত হাত, মাঠ থেকে বেরিয়ে যাচ্ছেন মাশরাফি। ছবি: প্রথম আলো

মেহেদী হাসানের করা একাদশ ওভারে রাইলি রুশোর ক্যাচটা কাভারে ঝাঁপিয়ে তালুবন্দী করতে চেয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। ক্যাচটা হাতে জমাতে পারেননি। কিন্তু বড় ক্ষতি হয়ে গেছে মাশরাফির!

আঘাত পেয়ে তখনই মাঠ থেকে কাতর চাহনিতে বেরিয়ে যেতে হয়েছে মাশরাফিকে। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে দলের টপঅর্ডার ব্যাটসম্যান এনামুল হক অধিনায়কের চোট নিয়ে বললেন, ‘ভাইয়ের হাতে ১০টার বেশি সেলাই পড়েছে। অনেকখানি কেটে গেছে। বাঁ হাতের তালুতে লেগেছে।’

দলীয় সূত্রে জানা গেল, মাশরাফির হাতে আসলে সেলাই পড়েছে ১৪টি! এত বড় চোটে পরশু বিপিএলের প্লে অফে চট্টগ্রামের বিপক্ষে ম্যাচ তো বটেই, টুর্নামেন্ট থেকেই সম্ভবত ছিটকে পড়লেন ঢাকা প্লাটুনের অধিনায়ক।

মাশরাফিকে চোটকে বড় ধাক্কাই মনে করছেন এনামুল, ‘এতগুলো সেলাই পড়েছে, তাঁর খেলাটা কঠিনই হয়ে যাবে। এখনো নিশ্চিত নই। অবশ্যই আমাদের জন্য কঠিন হয়ে গেল। শেষ চারে ওঠা সব দলই খুব ভালো খেলছে। ভীষণ প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। যদি আমরা সুযোগটা কাজে লাগাতে পারি, আমাদের জন্য সহজ হতে পারে। তবে কাজটা মোটেও সহজ নয়।’