Thank you for trying Sticky AMP!!

১৮ বছর বয়সী বাংলাদেশি পেসারের ৮ উইকেট

রেকর্ডের পর রুয়েল মিয়া। সৌজন্য ছবি
>প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশি পেসারদের মধ্যে সেরা বোলিংয়ের কীর্তি গড়লেন ১৮ বছর বয়সী রুয়েল মিয়া

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশি পেসারদের মধ্যে সেরা বোলিংয়ের কীর্তি গড়লেন রুয়েল মিয়া। জাতীয় লিগে দ্বিতীয় স্তরের ম্যাচে আজ চট্টগ্রামের প্রথম ইনিংসে ২৬ রানে ৮ উইকেট নেন সিলেট বিভাগের এ পেসার। এর মধ্য দিয়ে জাতীয় দলের সাবেক পেসার তালহা জুবায়েরের রেকর্ড ভাঙলেন ১৮ বছর বয়সী রুয়েল।

২০১২ সালে ঢাকা মেট্রোর হয়ে রংপুর বিভাগের বিপক্ষে ৩৫ রানে ৮ উইকেট নিয়েছিলেন তালহা। প্রথম শ্রেণির ক্রিকেটে এত দিন এটাই ছিল বাংলাদেশের কোনো পেসারের এক ইনিংসে সেরা বোলিং। প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় ম্যাচ ও মাত্র দ্বিতীয় ইনিংসে বল করতে নেমেই তালহার চেয়ে কম রান দিয়ে এ রেকর্ড গড়লেন রুয়েল। বাঁ হাতি এ পেসার প্রথম স্পেলে ২ উইকেট নেওয়ার পর দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসে ৬ উইকেট নেন। তাঁর তোপে প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানেই গুটিয়ে যায় চট্টগ্রাম। দলটির হয়ে সর্বোচ্চ ২১ রান করেন তাসামুল হক ও ইরফান শুক্কুর।

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশি কোনো বোলারের এক সেরা বোলিংয়ের রেকর্ড সানজামুল ইসলামের। দুই বছর আগে বিসিএলে বিসিবি উত্তরাঞ্চলের হয়ে ওয়ালটনের মধ্যাঞ্চলের বিপক্ষে ৮০ রানে ৯ উইকেট নিয়েছিলেন বাঁ হাতি এ স্পিনার। প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে ৯ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে সাকলায়েন সজীব, আবদুর রাজ্জাক ও মোশাররফ হোসেনের।