Thank you for trying Sticky AMP!!

১৯ রান করলেই সর্বকালের সেরা দশে সাকিব

সাকিব আল হাসান
>শেষ ম্যাচ খেলতে নামার আগে নিজেকে উজ্জীবিত করা খুবই কঠিন হবে সাকিব আল হাসানের জন্য। দলের আর পাওয়ার কিছু নেই। বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে আগের ম্যাচেই। দলই যদি কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছায়, ব্যক্তিগত অর্জন দিয়ে আর কী হবে! তবে এমন একটা ব্যক্তিগত মাইলফলক অপেক্ষা করছে, সাকিব চাইলে নিজের ব্যাটে আবারও শাণ দিয়ে রাখতে পারেন। আর ১৯ রান করলেই যে সাকিব বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ রানের মালিকের ১০ জনের খাতায় ঢুকে যাবেন, যে তালিকায় আছেন শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, কুমার সাঙ্গাকার, ব্রায়ান লারারা। অবশ্য টেন্ডুলকার-পন্টিংরা অনেক দূরত্বে। ১৮ রান করলে বিশ্বকাপে সাকিবের মোট রান হবে ১‌১০০। সাকিব আরও একটি বিশ্বকাপ খেলতেই পারেন। সেই বিশ্বকাপে এবারের মতো ফর্ম না থাকলেও বিশ্বকাপের সর্বকালের সেরা পাঁচে উঠে যাওয়ার সম্ভাবনা বেশ উজ্জ্বল থাকবে সাকিবের।

ব্যাটসম্যান

ম্যাচ

রান

গড়

১০০/৫০

শচীন টেন্ডুলকার

৪৫

২২৭৮

৫৬.৯৫

৬/১৫

রিকি পন্টিং

৪৬

১৭৪৩

৪৫.৮৬

৫/৬

কুমার সাঙ্গাকারা

৩৭

১৫৩২

৫৬.৭৪

৫/৭

ব্রায়ান লারা

৩৪

১২২৫

৪২.২৪

২/৭

এবি ডি ভিলিয়ার্স

২৩

১২০৭

৬৩.৫২

৪/৬

ক্রিস গেইল

৩৫

১১৮৬

৩৫.৯৩

২/৬

সনাৎ জয়াসুরিয়া

৩৮

১১৬৫

৩৪.২৬

৩/৬

জ্যাক ক্যালিস

৩৬

১১৪৮

৪৫.৯২

১/৯

তিলকারত্নে দিলশান

২৭

১১১২

৫২.৯৫

৪/৪

মাহেলা জয়াবর্ধনে

৪০

১১০০

৩৫.৪৮

৪/৫

অ্যাডাম গিলক্রিস্ট

৩১

১০৮৫

৩৬.১৬

১/৮

জাভেদ মির্য়াদাদ

৩৩

১০৮৩

৪৩.৩২

১/৮

সাকিব আল হাসান

২৮

১০৮২

৪৫.০৮

২/৯