Thank you for trying Sticky AMP!!

২০২৩ বিশ্বকাপ খেলতে চান শ্রীশান্ত

৩৯ বছর বয়সে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছেন নিষিদ্ধ ভারতীয় পেসার শ্রীশান্ত। ফাইল ছবি
নিষেধাজ্ঞা শেষ হলে শুধু রাজ্য দলেই নয়, ভারতের জাতীয় দলে খেলারও স্বপ্ন দেখছেন শ্রীশান্ত

স্বপ্ন দেখতে সাহস লাগে। তবে শান্তাকুমারন শ্রীশান্ত রীতিমতো দুঃসাহসই দেখালেন স্বপ্ন দেখতে গিয়ে। স্পট ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত হয়ে নিষিদ্ধ হওয়া ভারতের সাবেক পেসার স্বপ্ন দেখছেন ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ খেলার।

২০১৩ সালে আইপিএল স্পট ফিক্সিং–কাণ্ডে নিষিদ্ধ হওয়া বোলার মুক্ত হবেন আগামী সেপ্টেম্বরে। ওই হিসেব করেই আগামী মৌসুমে কেরালার রঞ্জি ট্রফির প্রাথমিক দলে ডাকা হয়েছে শ্রীশান্তকে। তবে দলটির কোচ টিনো ইয়োহানান বলেছেন, শ্রীশান্তের ফিটনেস দেখেই পরবর্তী পদক্ষেপ নেবেন তাঁরা। কেরালার এই সিদ্ধান্তেই চোখ কপালে উঠেছে ভারতীয় ক্রিকেট মহলের অনেকের। আর এখন কিনা সেই শ্রীশান্ত বলছেন, ২০২৩ সালে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেন তিনি।


২০২৩ বিশ্বকাপের সময় শ্রীশান্তের বয়স হবে ৩৯ বছর, একজন পেসারের জন্য যা একটু বেশিই। কেরালা পেসার সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন সেই ২০১১ সালে। ঘরোয়া ক্রিকেটও তো খেলেননি বছর সাতেক হয়ে গেল। সেই শ্রীশান্ত তবু স্বপ্ন দেখছেন আবারও জাতীয় দলের জার্সি গায়ে চড়ানোর।


ভারতের ডেকান হেরাল্ড পত্রিকাকে নিজের স্বপ্নের কথা জানিয়েছেন শ্রীশান্ত, 'আমি এখনো বিশ্বাস করি আমি ২০২৩ বিশ্বকাপে খেলতে পারি। আমি দৃঢ়ভাবেই এটি বিশ্বাস করি। আমার লক্ষ্যটাকে অবাস্তব মনে হতে পারে। তবে আমি সব সময়ই অবাস্তব লক্ষ্য ঠিক করি, বেশির ভাগ খেলোয়াড়ই তাই করে। আপনার যদি অবাস্তব লক্ষ্য না থাকে, তবে তো মাঝারিমানের হয়ে যাবেন। আপনি যখন নিজের অবচেতন মনকে এসব অবাস্তব স্বপ্ন বিশ্বাস করাতে সক্ষম হবেন, তখন বড় কিছু ঘটবেই। আপনি যেকোনো কিছুই অর্জন করতে পারবেন।’