Thank you for trying Sticky AMP!!

৩২ কোটি গালি খেয়েছিলেন তামিম

ক্যাচ হাতছাড়ার তিক্ত অভিজ্ঞতা বললেন তামিম। ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত লাইভ আড্ডায় কাল তামিম ইকবালের সঙ্গে ছিলেন তাসকিন আহমেদ ও রুবেল হোসেন। মাঝে যোগ হয়েছিলেন নাসির হোসেন। চার তারকা ক্রিকেটারের এ আড্ডায়ও উঠে এল মজার অনেক ঘটনা। আড্ডায় আড্ডায় তামিম জানালেন, ২০১৫ বিশ্বকাপে অ্যাডিলেডে ইংল্যান্ড ম্যাচে ক্যাচ হাতছাড়ায় তাঁকে হজম করতে হয়েছিল ৩২ কোটি গালি!

প্রসঙ্গটা নাসিরই তুললেন। তামিম নাকি প্রায় নাসিরকে মজা করে একটা প্রশ্ন করতেন, 'ধর, বিশ্বকাপের ফাইনাল (খেলছি আমরা)। ১ বলে দরকার ২ রান। এই সময়ে একটা ক্যাচ উঠেছে। তুই তো ভালো ফিল্ডার। ক্যাচ উঠছে, ক্যাচটা তুই ফেলে দিয়েছিস। আর আমরা বিশ্বকাপটা হেরে গেছি। তোর তখন অনুভূতি কেমন হবে?' আড্ডায় সুযোগ পেয়ে নাসির এবার উল্টো তামিমকে জিজ্ঞেস করলেন, 'আমরা (ক্যাচ নিয়ে) মজা করতাম। আমি জানতে চাই, বিশ্বকাপে অ্যাডিলেডের ম্যাচে তাসকিনের বলে যে ক্যাচটা ছেড়েছিলেন, তখন কেমন লেগেছিল?'

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যেতে হলে ইংল্যান্ডকে ওই ম্যাচ হারাতেই হতো। একটা পর্যায়ে ইংল্যান্ডের দরকার ছিল ১৫ বলে ২০ রান। হাতে ২ উইকেট। তাসকিনের বলে তখনই লং অনে ক্যাচ তুলে দেন ক্রিস ওকস। তামিম ক্যাচটা লুফে নিতে পারেননি। বাংলাদেশের সবাই তখন সংশয়ে পড়ে গেছে, ম্যাচটাই বুঝি ফসকে গেল! ৪৯তম ওভারে রুবেলের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচটা শেষ পর্যন্ত বাংলাদেশ জিতে উঠে যায় শেষ আটে।

পাঁচ বছর আগের স্মৃতি মনে পড়ে তামিম জানালেন তাঁর অনুভূতি, 'আগে আমি সব সময় নাসিরের সঙ্গে ক্যাচ নিয়ে মজা করতাম। কিন্তু ঘটনাটা আমার সঙ্গেই ঘটে গেছে। ওকসের ক্যাচটা যখন ছেড়েছিলাম, মনে হচ্ছিল মাটি দুই ফাঁক হয়ে যাক, আমি ঢুকে যাই। আমাকে আর দেখার দরকার নেই।'

বিশ্বকাপটা তামিমের ভালো যাচ্ছিল না। ওই ম্যাচে করেছিলেন মাত্র ২ রান। ক্যাচ ছাড়ার পড় তামিমকে কতটা সমালোচনা শুনতে হয়েছিল, অজানা নয়। সেই তিক্ত অভিজ্ঞতা মনে করে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক বললেন, 'এক সঙ্গে ৩২ কোটি গালি খেয়েছি! বাংলাদেশের ১৬ কোটি মানুষ একটা করে দেয়নি, দুটো করেই দিয়েছে! সবাই জেতার পর রুবেলের পেছনে জয়ের আনন্দে দৌঁড়েছে। আমি রুবেলের পেছনে দৌঁড়েছি বেঁচে যাওয়ার আনন্দে! যদি ওই ম্যাচ হারতাম আমার আর দেশে আসা হতো না।' ওই ঘটনার পর তামিম ড্রেসিংরুমে নাকি কান ধরে প্রতিজ্ঞা করেন, এরপর থেকে আর ক্যাচ নিয়ে সতীর্থদের সঙ্গে মজা করবেন না! তবুও বিশ্বকাপের ম্যাচে কেন ক্যাচ হাতছাড়া হয় সেটির রহস্য আজও উন্মোচন করতে পারছেন না বাংলাদেশ ওপেনার, 'বিশ্বকাপে কেন যেন আমার ক্যাচ মিস হবেই। এ বিশ্বকাপেও (২০১৯) রোহিত শর্মার ক্যাচ ছুটে গেছে। ২০২৩ বিশ্বকাপ যদি খেলতে পারি ইনশাআল্লাহ পুষিয়ে দেব।'

ক্যাচ হাতছাড়ার তিক্ত অভিজ্ঞতা বললেন তামিম। ঠিক উল্টো ঘটনাও কিন্তু আছে। বাংলাদেশের ফিল্ডারদের সেরা ১০টি ক্যাচের ভিডিও দেখলে সেখানে তামিমেরই চার-পাঁচটা থাকবে।