Thank you for trying Sticky AMP!!

এত ছোট স্কোর টেস্ট দেখেনি ৬৪ বছর‍!

আজ আয়ারল্যান্ড মাত্র ৯৪ বল আর ৩৮ রান টিকতে পেরেছে তাদের দ্বিতীয় ইনিংসে। ছবি: এএফপি

টেস্ট ক্রিকেটের সর্বনিম্ন স্কোর কত? এটা খুব ভালো কুইজ। উত্তরটাও মোটামুটি অনেকের জানা। ২৬ রান। ১৯৫৫ সালে অকল্যান্ড টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে এভাবেই খসে পড়েছিল কিউই পাখির সব পালক। আজ আয়ারল্যান্ড অলআউট হয়ে গেল ৩৪ রানে। ১৯৫৫ সালের পর এই প্রথম এত কম রানে টেস্টে অলআউট হলো কেউ। লর্ডস টেস্টটা জিততে আয়ারল্যান্ডের লক্ষ্য ছিল মাত্র ১৮২ রান। ইতিহাস গড়ার হাতছানি ছিল সামনে। ইতিহাস আয়ারল্যান্ড গড়লও। কিন্তু গৌরবের নয়; লজ্জার।
টেস্টের সর্বনিম্ন স্কোর

দল

স্কোর

প্রতিপক্ষ

মাঠ

সাল

নিউজিল্যান্ড

২৬

ইংল্যান্ড

অকল্যান্ড

১৯৫৫

দ. আফ্রিকা

৩০

ইংল্যান্ড

পোর্ট এলিজাবেথ

১৮৯৬

দ. আফ্রিকা

৩০

ইংল্যান্ড

এজবাস্টন

১৯২৪

দ. আফ্রিকা

৩৫

ইংল্যান্ড

কেপ টাউন

১৮৯৯

অস্ট্রেলিয়া

৩৬

ইংল্যান্ড

এজবাস্টন

১৯০২

দ. আফ্রিকা

৩৬

অস্ট্রেলিয়া

মেলবোর্ন

১৯৩২

আয়ারল্যান্ড

৩৮

ইংল্যান্ড

লর্ডস

২০১৯

টেস্ট ক্রিকেটে এর চেয়েও সাতটি কম স্কোরে অলআউট হওয়ার লজ্জা আছে। কিন্তু সবগুলোই ১৯৫৫ কিংবা এর আগের ঘটনা। আজ আয়ারল্যান্ডের চতুর্থ ইনিংসের দৈর্ঘ্য ছিল ১৫.৪ ওভার। বলের হিসাবে দ্বিতীয় স্বল্পস্থায়ী টেস্ট ইনিংসের রেকর্ড এটি। ১৯২৪ সালে ৭৩ বলের মধ্যে অলআউট হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের বিপক্ষে। আসলে প্রতিপক্ষ এ ধরনের লজ্জার মুখোমুখি দাঁড় করাতে ইংল্যান্ড বরাবরই সিদ্ধহস্ত। টেস্ট ক্রিকেটে রানের দিক দিয়ে সর্বনিম্ন সাত ইনিংসের ছয়টিই ইংলিশদের বিপক্ষে। তবে বলের স্বল্পস্থায়ী ইনিংসের রেকর্ডে আবার ইংল্যান্ডেরও নাম উঠে গেছে। ১৯০২ সালে আয়ারল্যান্ডের মতো তারাও মাত্র ১৫.৪ ওভারে অলআউট হয়ে গিয়েছিল, মেলবোর্ন টেস্টে। ৯৪ বল স্থায়ী আরেকটি ইনিংস আছে টেস্টে। সেটিরও শিকার দক্ষিণ আফ্রিকা। টেস্টের স্বল্পস্থায়ী ইনিংস

দল

স্কোর

বল

প্রতিপক্ষ

মাঠ

সাল

দ. আফ্রিকা

৩০

৭৩

ইংল্যান্ড

এজবাস্টন

১৯২৪

দ. আফ্রিকা

৩০

৯৪

ইংল্যান্ড

পোর্ট এলিজাবেথ

১৮৯৬

ইংল্যান্ড

৬১

৯৪

অস্ট্রেলিয়া

মেলবোর্ন

১৯০২

আয়ারল্যান্ড

৩৮

৯৪

ইংল্যান্ড

লর্ডস

২০১৯