Thank you for trying Sticky AMP!!

'পরিণত' সাকিবের খামখেয়ালিতে বিস্মিত হাবিবুল

সাকিব কেন জুয়াড়িদের কথা আইসিসিকে জানাননি, বুঝছেন না হাবিবুল। ছবি: প্রথম আলো
বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে পরিণত মস্তিষ্ক কার? শতকরা নব্বই ভাগ মানুষই হয়তো বলবেন সাকিবের নাম। অথচ সেই সাকিবই খামখেয়ালি করে এত বড় একটা কথা লুকিয়ে রাখলেন আইসিসির কাছে! কাজটা কেন করলেন সাকিব, ভেবেই কূল পাচ্ছেন না বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বর্তমানে অন্যতম নির্বাচক হাবিবুল বাশার।

অন্য সবার মতোই বিস্মিত হাবিবুল বাশারও। দেশের ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক ও বর্তমানে দলের নির্বাচক হাবিবুল বুঝতেই পারছেন না, সাকিবের মতো পরিণত মস্তিষ্কের একজন ক্রিকেটার কীভাবে এই খামখেয়ালিপনা করতে পারেন। তিন-তিন বার দীপক আগারওয়াল নামের এক জুয়াড়ির কাছে প্রস্তাব পেয়েও সাকিব কি কারণে আইসিসিকে জানাননি, ভেবেই কূল পাচ্ছেন না হাবিবুল।

অবাক হলেও সাকিব যে ম্যাচ পাতানোর দায়ে অভিযুক্ত হননি সেটাই স্বস্তির এই নির্বাচকের, ‘আমি বেশ বড়সড় একটা ধাক্কা খেয়েছি। আমি এটা ভেবেই নিজেকে সান্ত্বনা দিচ্ছি যে আমি সাকিবকে বহু বছর ধরে চিনি। আমি জানি ও কখনো কোনো ধরনের দুর্নীতির সঙ্গে নিজেকে জড়াবে না। আইসিসি যে ওর নামে ম্যাচ পাতানোর অভিযোগ তোলেনি সেটা আমার কাছে স্বস্তির বিষয়। কিন্তু অন্য সবার মতো আমিও বুঝতে পারছি না, ওর মতো পরিণত একজন খেলোয়াড় কেন আইসিসিকে এই ব্যাপারে জানাল না?’

সাকিবকে ছাড়াই ভারত সফরের দল ঘোষণা করা হয়েছে। শুধু ভারতের সফরেই নয়, আগামী এক বছর বাংলাদেশের কোন খেলাতেই সাকিবকে দেখা যাবে না। ব্যাপারটা মেনে নেওয়া কষ্টের। তাও এভাবেই বাংলাদেশ দলকে এগিয়ে যেতে হবে, মেনে নিয়েছেন হাবিবুল, ‘বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা অনেক বড় একটা ধাক্কা। সাকিবের মতো খেলোয়াড়কে আমরা এক বছর পাব না। কিন্তু আমাদের কিছু করার নেই। ওকে ছাড়াই আমাদের এগিয়ে যেতে হবে। এমন না যে সাকিবকে ছাড়া আমরা আগে কখনও খেলিনি। আমরা ওকে ছাড়া খেলেছি, জিতেছিও। আমাদের কাছে বাকি যেসব খেলোয়াড় আছে, তাঁরা যেন তাদের সামর্থ্যের সর্বোচ্চ প্রয়োগ ঘটায়, সেটা নিশ্চিত করতে হবে। যারা খেলবে তাদের বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে হবে।’

এক বছর পর সাকিবের ফিরে আসার কাজটা একদম সহজ হবে বলে মনে করছেন না সাবেক এই অধিনায়ক, ‘সাকিব এক বছরের জন্য সব ধরণের ক্রিকেটের বাইরে থাকবে। ওর জন্য মানসিকভাবে এটা অনেক বড় একটা ধাক্কা। এক বছর পর আবারও দলে আসা ও আগের ফর্মে ফেরার কাজটা ওর জন্য সহজ হবে না।’

তবে খেলোয়াড়টি সাকিব বলেই আশাবাদী হচ্ছেন তিনি, ‘কাজটা কঠিন হলেও অসম্ভব নয়। আর ভুলে যাবেন না, আমরা যে খেলোয়াড়টিকে নিয়ে কথা বলছি তাঁর নাম সাকিব আল হাসান। ওর সামর্থ্য ও প্রতিভার ওপর আমার বিশ্বাস আছে। এমন অনেক হয়েছে, যে ও চোটে পড়ে তিন থেকে ছয় মাসের জন্য মাঠের বাইরে চলে গিয়েছে। সুস্থ হয়ে আবারও একই ভাবে ফিরে এসেছে ও। সে একজন অভিজ্ঞ খেলোয়াড়, এটা মনে করার একটুও কারণ নেই যে ও ভালোভাবে ফিরে আসবে না।’