Thank you for trying Sticky AMP!!

'মানসিক চাপে' ভারতীয় দলে ফিরতে দেরি পান্ডিয়ার

বহুদিন পর মাঠে ফিরেছেন হার্দিক। ছবি : এএফপি
>পিঠের চোটে পড়ে প্রায় ছয় মাসের জন্য মাঠের বাইরে ছিলেন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। পিঠের চোটের কারণেই কী এত দিন ধরে বাইরে ছিলেন তিনি? হার্দিক জানালেন অন্য কারণের কথাও

সর্বশেষ দেশের জার্সি গায়ে চাপিয়েছিলেন সেই সেপ্টেম্বরে। এরপর পিঠের চোট সাইডলাইনে বসিয়ে রেখেছিল ছয় মাস। মাঠের বাইরে থাকতে থাকতে আলাদা একটা মানসিক চাপে ভোগা শুরু করেছিলেন হার্দিক পান্ডিয়া, এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন হার্দিক পান্ডিয়া।

সতীর্থ যুজবেন্দ্র চাহালের সাক্ষাৎকার অনুষ্ঠান ‘চাহাল টিভি’ তে নিজের এই লড়াইয়ের কথা জানিয়েছেন হার্দিক। এত দিন ধরে মাঠের বাইরে থাকতে চাননি তিনি। মাঠে ফেরার তাগিদে উল্টো আরও বেশি মানসিক চাপ নিয়ে নিয়েছিলেন বলে জানিয়েছেন এই অলরাউন্ডার, ‘গত ছয় মাসে জাতীয় দলের এই পরিবেশটাই সবচেয়ে বেশি মিস করেছি। মাঠে ফেরার একটা তাগিদ অনুভব করতাম সব সময়। দ্রুত ফিট হওয়ার চেষ্টা করতাম। আর এই তাগিদটা থেকেই নিজের ওপরে একটা চাপ নিয়ে ফেলি। মানসিক চাপে পড়ে যাই আমি। এ ছাড়া অনেক ধাক্কাও সহ্য করতে হয়েছে আমাকে। কপাল ভালো, সবকিছু ঠিকঠাক ভাবে শেষ হয়েছে। অনেক মানুষের সাহায্যও পেয়েছি এই সময়ে, এটা অস্বীকার করার উপায় নেই।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলে নেওয়া হয়েছে মুম্বাই ইন্ডিয়ানসের এই অলরাউন্ডারকে। চোট থেকে ফিরেই ডিওয়াই পাতিল টি-টোয়েন্টি প্রতিযোগিতায় কয়েকটা বিস্ফোরক ইনিংস খেলে জাতীয় নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করেছেন হার্দিক। দুটি ঝোড়ো সেঞ্চুরি করেছেন তিনি। বল হাতেও সফল ছিলেন, নিয়েছেন পাঁচ উইকেটও।

তবে এই প্রতিযোগিতায় নিজেকে মেলে ধরার জন্য হার্দিক মুখিয়ে ছিলেন বলে জানিয়েছেন তিনি, ‘ছয় মাসেরও বেশি সময় ধরে খেলিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার জন্য মুখিয়ে ছিলাম। আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য এটা দরকার ছিল। অনুশীলন যতই করা হোক না কেন, ম্যাচে খেলার ব্যাপারই অন্য রকম। আমি তাই খেলায় মন দিয়েছিলাম। ফলে আত্মবিশ্বাস বাড়তে থাকল ধীরে ধীরে। ছয় মারতে লাগলাম। ভাবলাম মারতে যখন পারছি, তখন গুটিয়ে থাকব কেন। কখনই ভাবিনি যে এক ইনিংসে ২০টা ছক্কা মারতে পারব!’

এই টুর্নামেন্টে পাঁচ ম্যাচে ২৩২.৮৯ স্ট্রাইক রেটে ৩৪৭ রান করেছেন হার্দিক।