Thank you for trying Sticky AMP!!

'মিরাজ ঠিক আছে'

মিরাজের মাথায় বল লাগায় হঠাৎ করে অনুশীলনের পরিবেশ বদলে গেল। ছবি: শামসুল হক
আজ হঠাৎ মিরাজের মাথায় বলের আঘাত লেগেছে। চোটটা গুরুতর নয় তো?

রোজ বোলে আজ ব্যাটিং অনুশীলন শুরুর আগে আইসিসিকে সাক্ষাৎকার দিচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ। হঠাৎ নেট থেকে সাব্বির রহমানের একটা শট এসে লাগে তাঁর মাথায়। বলটা অবশ্য সরাসরি নয়, স্টেডিয়ামের সিটে লেগে আঘাত করে মিরাজের মাথায়।


মিরাজকে দ্রুত নিয়ে যাওয়া হয় ড্রেসিংরুমে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ স্টিভ রোডস বললেন দলের এ স্পিন অলরাউন্ডারকে নিয়ে আপাতত দুশ্চিন্তার কিছু নেই, ‘মাথায় আঘাত পেয়েছে। ওই সময় একটা সাক্ষাৎকার দিচ্ছিল সম্ভবত। নেট থেকে উড়ে আসা বল লেগেছে। ওকে দেখে মনে হচ্ছে ঠিক আছে সব। ফিজিও দেখছে বিষয়টা। ওকে নিয়ে আমি রিপোর্ট পাব। তবে কোনো রক্ত ঝরা বা এমন কিছু হয়নি। আপাতত এতটুকুই আপনাদের বলতে পারছি।’

দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানালেন, আঘাত পাওয়ার পরও মিরাজ নাকি ব্যাটিং করতে চেয়েছিলেন। সেটি অবশ্য আর করা হয়নি। তবে টিম হোটেলে ফেরার সময় একটু চিন্তিতই দেখাল মিরাজকে। টিম ম্যানেজমেন্ট আশা করছে, চোটটা গুরুতর কিছু নয়।