Thank you for trying Sticky AMP!!

'হেড-পেইন'-এ নিউজিল্যান্ডের যন্ত্রণা

পুল করছেন টিম পেইন। অন্য প্রান্ত থেকে তা দেখছেন ট্রাভিস হেড। দুজনে মিলে আজ যন্ত্রণা দিয়েছেন নিউজিল্যান্ডকে। ছবি: এএফপি
>মেলবোর্ন টেস্টে আজ দ্বিতীয় দিনে সেঞ্চুরি পেয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। তাঁর ও টিম পেইনের ব্যাটে ভর করে বড় স্কোর গড়েছে অস্ট্রেলিয়া। দিনের শেষ ভাগে অস্ট্রেলিয়ান পেসাররাও জ্বলে উঠেছেন

স্টিভ স্মিথের সেঞ্চুরি দেখতে আজ এমসিজিতে এসেছিলেন অস্ট্রেলীয় সমর্থকেরা। স্মিথ আশাপূরণ করতে না পারলেও সেঞ্চুরি পেয়েছেন ট্রাভিস হেড। আজ হেডের সঙ্গে জুটি গড়ে নিউজিল্যান্ডকে ‘মাথাব্যথা’ই উপহার দিয়েছেন স্বাগতিক অধিনায়ক টিম পেইন। সব মিলিয়ে দ্বিতীয় দিন শেষে বেশ স্বস্তিতে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৪৬৭ রান তুলে অলআউট হয়েছে টিম পেইনের দল। জবাবে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ৪৪ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে নিউজিল্যান্ড।

আগের দিন ৭৭ রানে অপরাজিত থাকা স্মিথ আজ সকালের সেশনে প্রায় ১৫ ওভারের মতো উইকেটে ছিলেন। ৮৫ রান করে সেই নিল ওয়াগনারকেই দিয়েছেন উইকেট। পার্থ টেস্টেও বাঁ হাতি এ পেসারকে দুই ইনিংসেই উইকেট দিয়েছেন স্মিথ। তবে আউট হওয়ার আগে তাঁর ২৪২ বলের ইনিংসটি দৃঢ়তার সমার্থক হয়েই থাকবে। স্মিথ যখন আউট হন অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৫ উইকেটে ২৮৪। এখান থেকে দ্রুতই অলআউট হতে পারত অস্ট্রেলিয়া। কিন্তু নিউজিল্যান্ড তা করতে পারেনি ষষ্ঠ উইকেটে হেড-পেইনের ২৬১ বলে ১৫০ রানের জুটির কারণে।

দলীয় ৪৩৪ রানে পেইনকে (৭৯) হারিয়েছে অস্ট্রেলিয়া। তাঁকে তুলে নেন ওয়াগনার। তবে এ জুটি ভাঙার পর আর বেশি এগোতে পারেনি স্বাগতিকেরা। শেষ ৫ উইকেট হারিয়েছে ৩৩ রানে। আজ সারা দিনে অস্ট্রেলিয়ান ব্যাটিংয়ের ‘লেজ’ দ্রুত মুড়িয়ে দেওয়াই যা সান্ত্বনা কিউইদের জন্য। ওদিকে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নেওয়ার পথে ২৩৪ বলে ১১৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন হেড। নিউজিল্যান্ডের সফল বোলার নিল ওয়াগনার পেয়েছেন ৪ উইকেট, ৩ উইকেট টিম সাউদির।

অস্ট্রেলিয়া দিনটা ভালোভাবে শেষ করতে পেরেছে পেসারদের জন্য। সিম মুভমেন্ট দিয়ে ষষ্ঠ ওভারেই কিউই ওপেনার টম ব্লান্ডেলকে (১৫) তুলে নেন প্যাট কামিন্স। এরপর জেমস প্যাটিনসনের গতির আগুনে পুড়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন (৯)। উইকেটে রয়েছেন ওপেনার টম ল্যাথাম ও রস টেলর।