Thank you for trying Sticky AMP!!

ওয়ানডেতে বাংলাদেশ সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে

বাংলাদেশ অপরাজিত ১৯

২০১৩ সালের পর বাংলাদেশ জিম্বাবুয়েকে টানা ১৯টি ওয়ানডেতে হারিয়েছে। গত বছর পাওয়া সর্বশেষ জয়টি ছিল আবার জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের ৫০তম। বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ ২১টি ওয়ানডে জিতেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ওয়ানডেতে বাংলাদেশ সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষেই—৭৮টি।
দেখে নিন বাংলাদেশ ও জিম্বাবুয়ে ওয়ানডে দ্বৈরথের দলীয় রেকর্ডগুলো—

টেস্টের মতো বাংলাদেশ প্রথম ওয়ানডে সিরিজও জিতেছে জিম্বাবুয়ের বিপক্ষে। বাংলাদেশে জিম্বাবুয়ের বিপক্ষে আরও ১১ বার জিতেছে ওয়ানডে সিরিজ।

ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে ছয়বার ৩০০ পেরিয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ে বাংলাদেশের বিপক্ষে ৩০০ পেরিয়েছে সাতবার। দুই দলের মুখোমুখি লড়াইয়ে সর্বোচ্চ দলীয় ইনিংসটা জিম্বাবুয়ের হলেও শীর্ষ পাঁচের অন্য চারটিই বাংলাদেশের।

শুধু ওয়ানডেতেই নয়, আন্তর্জাতিক ক্রিকেটেই বাংলাদেশ মাত্র একবার প্রতিপক্ষকে ৫০ রানের নিচে অলআউট করেছে। সেই দলটির নাম জিম্বাবুয়ে। ২০০৯ সালে চট্টগ্রামে ৪৪ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। তবে দুই দলের ওয়ানডে ইতিহাসে সর্বনিম্ন দলীয় ইনিংসের প্রথম পাঁচে বাংলাদেশের নামটাই বেশি আছে।