Thank you for trying Sticky AMP!!

বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান

‘সাকিবের বিকল্প পাওয়া সম্ভব নয়’

চোটের কারণে বিশ্বকাপের শেষ ম্যাচটা খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটে-বলে নিজের সেরা ম্যাচটা খেলার পরই আসে এ দুঃসংবাদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১ নভেম্বরের ম্যাচে স্বাভাবিকভাবেই দল সাকিবের শূন্যতা অনুভব করবে। দলের সঙ্গে সফর করা নির্বাচক হাবিবুল বাশারও তা–ই বললেন।

আজ পুনেতে বিশ্বকাপ কাভার করতে যাওয়া সাংবাদিকদের তিনি বলেছেন, ‘সাকিবের অভাবটা নিশ্চিতভাবেই অনেক বেশি অনুভূত হবে। সেটাই স্বাভাবিক। এক, সে অধিনায়ক। দুই, সেরা অলরাউন্ডার। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই সেরা পারফর্ম করে দলের পক্ষে। ওকে নিশ্চয়ই দল মিস করবে। কিন্তু চোটের ক্ষেত্রে তো কারও হাত নেই। সেটা মেনে নিয়ে আমাদের খেলতে হবে।’

এনামুল হক

সাকিবের বদলি হিসেবে দলে যোগ দেওয়া এনামুল হককে নিয়ে হাবিবুলের কথা, ‘টপ অর্ডার থেকে আমরা স্ট্রাগল করছি। সাকিবের বিকল্প পাওয়া সম্ভব নয়। তেমনটা হাতে নেই। ব্যাটিংয়ে যদি আমাদের কাউকে দরকার হয়, সে হিসেবে এনামুলকে নেওয়া হয়েছে। দেখা যাক, সামনের ম্যাচে আমরা কী করি।’

Also Read: বিশ্বকাপ শেষ সাকিবের, আজই দেশে ফিরছেন

বিশ্বকাপে বাংলাদেশ দল খেলেছে ৮ ম্যাচ, জিতেছে ২টি। সবার আগে বিশ্বকাপের সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে পড়েছে বাংলাদশ। টানা হারে সংশয় আছে বাংলাদেশের ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলাও। সর্বশেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে সে শঙ্কা কিছুটা কাটিয়ে উঠলেও এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

নিজের প্রথম অধিনায়ক হাবিবুল বাশার সুমনের সঙ্গে সাকিব আল হাসান

দলের পারফরম্যান্সের এমন অবস্থার একটা ব্যাখ্যা দিয়েছেন হাবিবুল, ‘আমরা সবাই দেখেছি, আমাদের বিশ্বকাপ কেমন কেটেছে। নিশ্চিতভাবেই হতাশার। আমরা অনেক আশা নিয়ে এসেছিলাম। প্রত্যাশাও অনেক বেশি ছিল। সেটা কোনোভাবেই পূরণ করতে পারিনি।’

Also Read: সাকিব, কে লেখেন আপনার চিত্রনাট্য

বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের ওয়ানডে ফর্মের উদাহরণ টেনে বাশার আরও যোগ করেন, ‘এই বিশ্বকাপের আগে আমাদের দলটা যে রকম ফর্মে ছিল, সঙ্গে ৫০ ওভারের ক্রিকেটে আমরা যে রকম ধারাবাহিক। খুব ভালো খেলছিলাম। সে জন্য প্রত্যাশা সবার থেকে একটু বেশি ছিল। আমরা প্রত্যাশা মেটাতে পারিনি। জানি আরও ভালো হওয়া উচিত ছিল। এটা হয়ে থাকে। অনেক সময় আপনি ফর্মে এসে টুর্নামেন্টে ফর্ম হারিয়ে ফেলতে পারেন। দুর্ভাগ্যবশত আমাদের ক্ষেত্রে সেটাই হয়েছে।’

বিশ্বকাপের মঞ্চে খেলোয়াড়দের এমন হালের আরও একটি কারণ উল্লেখ করলেন হাবিবুল। তাঁর মুখেই শুনুন সেটা, ‘বৈশ্বিক টুর্নামেন্টে আসার আগে আমাদের মানসিক শক্তি নিয়ে বেশি কাজ করা উচিত বলে মনে করছি। স্কিলের দিক থেকে আমরা আগে যা ছিলাম, এখনো তা–ই আছি। বিশ্বকাপে বাকি দলগুলো অনেক প্রস্তুতি নিয়ে আসে। আমরাও অনেক প্রস্তুতি নিয়েই এসেছিলাম। কিন্ত এখানে শক্ত মানসিকতার একটা ব্যাপার থাকে। এরপর এসব টুর্নামেন্টে আসার আগে আমাদের মানসিক শক্তি নিয়ে কাজ করতে হবে।’