Thank you for trying Sticky AMP!!

তাসকিন আহমেদের এ উল্লাস বৃথাই গেছে

শেষের নাটক আর গরম—ছবিতে বাংলাদেশের স্মরণীয় জয়

২০১৯ সালে আফগানিস্তানের কাছেই হেরেছিল বাংলাদেশ। এবার ৫৪৬ রানের বিশাল ব্যবধানে আফগানদের গুঁড়িয়ে দিল সাকিব-তামিমবিহীন বাংলাদেশ। প্রথম আলোর আলোকচিত্রী শামসুল হকের ক্যামেরায় এই টেস্টের গল্প—
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ১২তম অধিনায়ক লিটন দাস। সাকিব আল হাসান চোট পান আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে। তাঁর অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দেন এ উইকেটকিপার-ব্যাটসম্যান। মিরপুর টেস্টের প্রথম দিন সকালে টস করে ফেরার পথে লিটন
গরম! জুনের এ ভ্যাপসা গরমে টেস্ট ম্যাচ সবার জন্যই ক্লান্তিকর। পানি পানের বিরতিতে দুই অনফিল্ড আম্পায়ার পল রাইফেল ও ক্রিস ব্রাউনের জন্য তোয়ালে নিয়ে এসেছেন রিজার্ভ আম্পায়ার শরফউদ্দৌলা। পাশে নিজেকে শ্রান্ত করতে ব্যস্ত দুই ব্যাটসম্যান নাজমুল হোসেন ও মাহমুদুল হাসান। দ্বিতীয় উইকেট জুটিতে এ দুজন যোগ করেন ২১২ রান
দ্বিতীয় দিন সকালে মুশফিকুর রহিমকে ফিরিয়ে নিজাত মাসুদের উল্লাস। আফগানিস্তানের এ পেসারের অভিষেক ছিল স্মরণীয়। ক্যারিয়ারের প্রথম বলেই উইকেট, এরপর নেন ৫ উইকেট। তবে দলের বিশাল হারে ম্লান হয়ে গেছে তাঁর এমন পারফরম্যান্স
দর্শকসারিতে স্কুল-কলেজপড়ুয়ারা। মিরপুর টেস্টে তাদের প্রবেশাধিকার ছিল ফ্রি, গ্যালারিও মাতিয়ে রাখে তারা
তাসকিন আহমেদের বাউন্সার ডাক করতে গিয়েছিলেন, তবে বলের লাইন থেকে নিজেকে সময়মতো সরিয়ে নিতে পারেননি হাশমতউল্লাহ শহীদি। এ টেস্টে আর খেলা হয়নি আফগানিস্তান অধিনায়কের। তাঁর কনকাশন বদলি হিসেবে আজ অভিষেক হয় বহির শাহর
মুমিনুল হককে কিছু একটা হাসতে হাসতে বলছেন নাজমুল হোসেন, তা শুনে মুমিনুলের সঙ্গে হাসছেন জাকির হাসানও। নাজমুল এ টেস্টে করেছেন জোড়া সেঞ্চুরি, মুমিনুলের পর দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে। মুমিনুল কাটিয়েছে ২৬ ইনিংসের সেঞ্চুরি-খরা। জাকিরকেও সেঞ্চুরি উঁকি দিচ্ছিল, রানআউট হয়ে যাওয়াতে সুযোগ হাতছাড়া করেছেন তিনি
বোলিংয়ে শরীফুল ইসলাম। চার স্লিপ, শর্ট লেগ, মিড অফ, মিড অন—ম্যাচজুড়েই আক্রমণাত্মক ছিল বাংলাদেশের ফিল্ডিং
সেজদা দিচ্ছেন তাসকিন আহমেদ। জহির খান কট-বিহাইন্ড, ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেটের উল্লাস বাংলাদেশ পেসারের। সে পর্যন্ত ঠিকই ছিল সব। তবে জহির করেন রিভিউ, তাতেই উইকেটবঞ্চিত তাসকিন। পরের বলে আবার জহির বোল্ড, তবে এবার কোমর-উচ্চতার বেশি হওয়াতে সেটি নো বল
তাসকিনের বলেই এবার আঘাত পেলেন জহির। এরপর আর খেলা চালিয়ে যাওয়ার মতো অবস্থায় ছিলেন না তিনি। ম্যাচ শেষ হয়ে গেল তাতেই। তাসকিন ৫ উইকেট পেলেন না, তবে বাংলাদেশের বিশাল জয় নিশ্চিত হলো জহিরের চোটেই
মিরাজের সঙ্গে বাংলাদেশের তিন পেসার। ৫৪৬ রানের বিশাল জয়ের এ টেস্টটি পেসারদের জন্যও হয়ে থাকবে স্মরণীয়। দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের তিন পেসার নিয়েছেন ১৪ উইকেট। বাংলাদেশের ইতিহাসে যেটি সর্বোচ্চ