Thank you for trying Sticky AMP!!

বিপিএল ফাইনালের আগে ট্রফি নিয়ে ফটো সেশনে মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী (ডানে)

বিপিএল: বরিশালের মিরাজ শুধু ‘বরিশাইল্যা’ নয়

বিপিএলে আগামীকাল তৃতীয় ফাইনাল খেলবেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু এখনো ট্রফি জিততে পারেননি। সংবাদকর্মীদের সামনে সেই আক্ষেপের কথাই বলছিলেন তিনি। কথাগুলো বলা শেষেই টান পড়ল মিরাজের জন্মস্থান নিয়ে!

না, নেতিবাচক কোনো বিষয় নিয়ে নয়। মিরাজ এবার খেলছেন ফরচুন বরিশালের হয়ে। সে প্রসঙ্গ তুলে এক সংবাদকর্মী জিজ্ঞাসা করলেন, ‘সবাই জানে মিরাজ খুলনায় বড় হয়েছেন। যদি ভুল না করি, মিরাজের জন্ম ও বেড়ে ওঠা বরিশালে। আপনি আসলে কোথাকার?’ প্রশ্নটা শেষ হতে না হতেই আশপাশ থেকে মৃদু হাসির রোল উঠল। মিরাজও হাসলেন। তারপর প্রশংসাই করলেন প্রশ্নকর্তার, ‘খুব ভালো প্রশ্ন করেছেন।’  

Also Read: বিপিএল ফাইনাল: মিরাজ বললেন, ক্রিকেট এমন একটা খেলা, যেদিন যারা ভালো খেলবে...

একটু জানিয়ে রাখা ভালো, ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোয় মিরাজের প্রোফাইলে তাঁর জন্মস্থান খুলনা। কিন্তু উইকিপিডিয়ায় মিরাজের জন্মস্থান বরিশালের বাকেরগঞ্জ উপজেলা। যদিও উইকিপিডিয়ার তথ্য নিয়ে সংশয় থেকেই যায়। তবে সাধারণ সমর্থকদের জায়গা থেকে দেখলে বিষয়টি গোলমেলে। কারণ, সাধারণ দর্শক তো আর জনে জনে গিয়ে মিরাজের কাছে তাঁর জন্মস্থান জানতে চাইতে পারেন না। দেশের তারকা ক্রিকেটারদের ব্যাপারে এসব জানতে সাধারণ সমর্থকদের সহায় কিন্তু ক্রিকইনফো, উইকিপিডিয়া, সংবাদমাধ্যম কিংবা পোর্টাল। তবে খুবই ‘কমন’ কাজটা হলো ক্রিকইনফো ও উইকিপিডিয়া থেকে জেনে নেওয়া। এখন এই দুই জায়গায় দুই রকম তথ্যে বিভ্রান্তি জাগাই স্বাভাবিক।

ট্রফি নিয়ে ফটো সেশনে মিরাজ ও জাকের

বিপিএল ফাইনালের আগে আজ সকালে বুড়িগঙ্গার পাড়ে ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে আয়োজিত ট্রফি নিয়ে ফটোসেশন ও সংবাদ সম্মেলনে প্রশ্নটি উঠল—‘আপনি আসলে কোথাকার?’ মিরাজের উত্তর, ‘আমার জন্মস্থান বরিশালে। আমার বাবার বাড়ি, দাদার বাড়ি সব বরিশালেই। আমি বরিশালেই বড় হয়েছি। তিন–চার বছর ছিলাম। তারপর বাবার চাকরির সুবাদে খুলনায় চলে আসি। আব্বু খুলনায় থাকে এবং আমি ওখানেই পড়ালেখা করি। খুলনা থেকেই খেলোয়াড় হিসেবে বেড়ে উঠেছি। যত অনুশীলন ও খেলাধুলা সব খুলনা থেকেই করেছি।’

তাঁর জীবনে বরিশাল–খুলনা দুই জায়গারই অবদান আছে জানিয়ে এরপর বললেন, ‘স্থায়ীভাবে এখন খুলনাতেই থাকছি। তবে বরিশালে এখন আমার দাদি বেঁচে আছে, নানি বেঁচে আছে, চাচারা আছে, খালারা আছে। মানে আত্মীয়–স্বজন যারা আছে, সব বরিশালেই আছে।’

মিরাজ এটুকু বলার পর প্রচলিত সেই খোঁচাও হজম করতে হলো। ওই যে বরিশালের মানুষদের মজা করে যে ‘বরিশাইল্যা’ বলা হয়, সে কথাটাই শুনতে হলো জাতীয় দলের এই অলরাউন্ডারকে। পাল্টা প্রশ্ন হলো, ‘দিন শেষে তাহলে আপনি বরিশাইল্যা?’ এর উত্তরে মিরাজ দাবি করলেন, ‘আপনি এক জায়গার মানুষ বলতে পারবেন না। যেহেতু আমি খুলনায় বড় হয়েছি, অবশ্যই আমি দুই জায়গার—খুলনা ও বরিশাল।’

বিপিএলে ২০১৯–২০ মৌসুমে খুলনা টাইগার্সের হয়ে খেলেছেন মিরাজ। এবার বরিশালের হয়ে খেলায় জন্মস্থান ও বেড়ে ওঠা—দুটি জায়গার প্রতি সুবিচারও হয়ে গেল!

Also Read: সবুজ উইকেটে গ্রিনের সেঞ্চুরিতে দিন পার অস্ট্রেলিয়ার

Also Read: আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং ছাড়ার ঘোষণা এরাসমাসের