Thank you for trying Sticky AMP!!

শ্রীলঙ্কাকে উড়িয়ে আবারও ভারতের ঘরে শিরােপা

শ্রীলঙ্কাকে উড়িয়ে শিরোপা ভারতের

৬, ২, ১, ৬, ০, ১—এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার প্রথম ছয় ব্যাটসম্যানের স্কোর এটা। দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন মাত্র দুজন ব্যাটসম্যান। ব্যাটসম্যানদের এমন ব্যর্থতার দিনে ভারতের বোলারদের তোপে ২০ ওভারে শ্রীলঙ্কা করতে পেরেছে মাত্র ৬৫ রান। মূলত শ্রীলঙ্কার এমন হতশ্রী ব্যাটিংয়ের পর অনেকটাই নিশ্চিত হয়ে যায়, ভারতের ঘরেই যাচ্ছে নারী এশিয়া কাপের শিরোপা, ফাইনালে আরও একবার পরাজয়ের গল্প লিখবে শ্রীলঙ্কান নারী ক্রিকেট দল!

হয়েছেও তা–ই, শ্রীলঙ্কার দেওয়া ৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬৯ বল আর ৮ উইকেট হাতে রেখেই জিতেছে ভারত। এখন পর্যন্ত আটবার হয়েছে নারীদের এশিয়া কাপ। যেখানে আটবারই ফাইনালে খেলেছে ভারত, শিরোপা জিতেছে ৭ বার। ২০১৮ সালের এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। এ নিয়ে পাঁচবার ফাইনাল খেলে একবারও শিরোপা জিততে পারেনি শ্রীলঙ্কা।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। কিন্তু প্রথম থেকেই শ্রীলঙ্কার ইনিংসে ধস নামে। সিলেটের ধীরগতি আর নিচু বাউন্সের উইকেটে যে ব্যাটিং করা কঠিন হবে, তা টসের সময়েই বলেছেন হারমানপ্রীত কৌর। তবে এতটা যে কঠিন হবে, তা হয়তো বুঝতে পারেনি শ্রীলঙ্কা দল। ৩২ রানেই ৮ উইকেট হারায় তারা।

ফাইনাল সেরা হয়েছেন ৩ উইকেট নেওয়া রেনুকা সিং

সাত নম্বরে ব্যাট করতে নেমে ওশাদি রনসিংহে ২০ বলে ১৩ রান আর ১০ নম্বরে ব্যাট করতে নামা ইনোকা রনবিরার ২২ বলে ১৮ রানের দুটি ইনিংসে স্কোরবোর্ডে ৬৫ রান জমা করতে পারে শ্রীলঙ্কা। ভারতের হয়ে রেনুকা সিং ৫ রান দিয়ে নেন ৩ উইকেট। স্নেহা রানা ১৩ রানে ২টি ও রাজেশ্বরী গায়কোয়াড় ১৬ রানে ২ উইকেট নেন।

Also Read: টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার যে ১০টি রেকর্ড ভেঙে যেতে পারে

ব্যাটিংয়ে নেমে অবশ্য ভারতে খেলেছে পুরোপুরি টি-টোয়েন্টি মেজাজে। শেফালি ভার্মা ৫ রানে ফিরলেও আরেক ওপেনার স্মৃতি মান্ধানা করেন ২৫ বলে ৫১ রান। অধিনায়ক হারমানপ্রীত অপরাজিত থাকেন ১১ রানে। ফাইনাল সেরা হয়েছেন ৩ উইকেট নেওয়া রেনুকা সিং। ৮ ম্যাচে ৯৪ রান ও ১৩ উইকেট নিয়ে দীপ্তি শর্মা হয়েছেন টুর্নামেন্ট সেরা।

Also Read: একলাফে ২৬ ধাপ এগোলেন সানজিদা