Thank you for trying Sticky AMP!!

অঁরি বেলজিয়ামের বেঞ্চে - ভাবাই যায় না!

অঁরি কীভাবে ফরাসি হয়ে আজ বেলজিয়ামের সাফল্য চাইবেন? ছবি: এএফপি
>

ফ্রান্সের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা থিয়েরি অঁরি আজ খুব করেই চাইবেন ফ্রান্সের হার। পেশাদার অঁরির কাছে আজ দেশপ্রেমের কোনো মূল্য নেই। ব্যাপারটা একটু হলেও অদ্ভুত ঠেকছে ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের কাছে

সেন্ট পিটার্সবার্গে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ যখন বেলজিয়াম ও ফ্রান্স মাঠে নামবে, তখন সবার নজর কিন্তু বেলজিয়াম ডাগআউটেও থাকবে। মাঠের লড়াইয়ের পাশাপাশি দর্শকেরা অধীর হয়ে লক্ষ রাখবে নির্দিষ্ট একজনের দিকে। তাঁর অভিব্যক্তি, শরীরী ভাষা—সবকিছুই থাকবে দর্শকদের আতশি কাচের নিচে। একজন ফরাসি হয়েও তাঁর কায়মন প্রার্থনা থাকবে ফ্রান্সের হার কামনা করে!

ফুটবলপ্রেমীদের এই মানুষটিকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তিনি থিয়েরি অঁরি। ফ্রান্সের অন্যতম সেরা ফুটবলার। ১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের অন্যতম সদস্য। শুধু তা-ই নয়, দেশের হয়ে ১২৩টি ম্যাচ খেলে ইতিহাসের সর্বোচ্চ গোল তাঁরই, ৫১। এই অঁরিই কীভাবে নিজ দেশের হার কামনা করবেন—এটা ভেবে পাচ্ছেন না অনেকেই।

ব্যাপারটা ভাবতে পারছেন না ফ্রান্স কোচ দিদিয়ের দেশমও। সংবাদ সম্মেলনে বলেছেন, ‘প্রতিপক্ষের বেঞ্চে অঁরিকে দেখা একটা অদ্ভুত অভিজ্ঞতা। সে একজন খাঁটি ফরাসি।’

অঁরি বেলজিয়াম জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করছেন দুই বছর ধরে। তাঁর কাজ নির্দিষ্টই করা আছে—স্ট্রাইকাররা কীভাবে আরও বেশি করে, আরও সুন্দর করে গোল করতে পারেন, সেটি শেখানো। সহকারী কোচ না বলে সাবেক ফরাসি তারকাকে ‘স্ট্রাইকিং কোচ’ বললেই বোধ হয় বেশি ভালো শোনায়। ফ্রান্সের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার বলেই ব্যাপারটা ঠিক মেনে নিতে পারছেন না ফরাসিরা।

অঁরির নিজের কাছেও যে ব্যাপারটা অদ্ভুত ঠেকছে—এটা বলেই ফেলেছেন দেশম, ‘আমি নিশ্চিত অঁরির মধ্যেও আজ অদ্ভুত সব ভাবনা-চিন্তা খেলা করবে। ওর কাছেও বিষয়টা স্বপ্নদৃশ্যের মতোই মনে হবে।’

কিন্তু পেশাদারি জগতের সৈনিক অঁরির মনে কি আদৌ অন্য রকম কিছু খেলা করবে! সব জেনে-শুনেই তো তিনি এই দায়িত্বটা নিয়েছেন।

পেশাদার দুনিয়ায় সব আবেগই ঠুনকো। আবেগের কোনো স্থান নেই এখানে!