Thank you for trying Sticky AMP!!

অবৈধ সইয়ের জন্য 'নিষিদ্ধ' হচ্ছে চেলসি?

বেরট্রান্ড তারাওয়েকে সই করানোর পর দেরিতে নিবন্ধন করানোর অভিযোগ রয়েছে চেলসির বিপক্ষে।ছবি: টুইটার
আঠারো বছরের নিচে বিদেশি খেলোয়াড় সই করানোর জন্য চেলসিকে দলবদলের বাজারে দুই বছর নিষিদ্ধ করার সুপারিশ করেছে ফিফার নৈতিকতা কমিটি


বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের ভাগ্য বরণ করে নিতে যাচ্ছে চেলসি?

ফুটবল লিকসের তথ্য-প্রমাণের ওপর ভিত্তি করে ফরাসি সংবাদমাধ্যম ‘মিডিয়াপার্ট’ জানিয়েছে, চেলসির ১৯জন বিদেশি খেলোয়াড় সই নিয়ে গত তিন বছর তদন্ত করছে ফিফার নৈতিকতা কমিটি। এর মধ্যে ১৪জন খেলোয়াড়ের বয়স ১৮ বছরের নিচে বলে জানিয়েছে মিডিয়াপার্ট। এতে খেলোয়াড় সইয়ে ফিফার বেঁধে দেওয়ার নিয়ম লঙ্ঘন হয়েছে। আর তাই ইংলিশ ক্লাবটিকে দুই বছর অর্থাৎ চার মৌসুমের জন্য দলবদলের বাজারে নিষিদ্ধ করার সুপারিশ করেছে ফিফার নৈতিকতা কমিটি। এর আগে একই কারণে দলবদলের বাজারে নিষেধাজ্ঞা পেয়েছিল বার্সা, রিয়াল ও অ্যাটলেটিকো।

প্রস্তাবিত এই নিষেধাজ্ঞা কার্যকর হলে আগামী চার মৌসুম দলবদলের বাজারে কোনো খেলোয়াড় কিনতে পারবে না চেলসি। এ ছাড়াও ক্লাবটিকে ৪৫ হাজার পাউন্ড জরিমানা করেছে ফিফা। ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রক্রিয়া (প্রস্তাবিত শাস্তি) এখনো চলমান। ফিফার বিচারিকগণ এখনো কোনো সিদ্ধান্ত দেননি।’ চেলসির পক্ষ থেকে বলা হয়েছে ‘ফিফাকে এই তদন্তে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে।’

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ক্লাব লিঁও-র স্ট্রাইকার বেরট্রান্ড তারাওয়ে ২০১৩ সালে প্রথম পেশাদার চুক্তি সই করেছিলেন চেলসিতে। কিন্তু ২০১৪ সালের জানুয়ারির আগে তাঁকে নিবন্ধন করায়নি চেলসি। আর ফুটবল অ্যাসোসিয়েশনে (এফ এ) নিবন্ধন করানো ছাড়াই তারাওয়েকে তখন চেলসির বয়সভিত্তিক দলে খেলানো হয়েছে বলে জানিয়েছে মিডিয়াপার্ট। বুরকিনা ফাসোর এই স্ট্রাইকার ছাড়াও আঠারো বছরের নিচে বাকি সব খেলোয়াড়ের বয়সের দিন-তারিখ হেরফের করা হয়েছে, ফিফার তদন্তে এমন তথ্যই বেরিয়ে এসেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।