Thank you for trying Sticky AMP!!

দানি আলভেজ আছেন ব্রাজিলের অলিম্পিক দলে

অলিম্পিকে তরুণ ৩৮ বছরের আলভেজ

ফুটবলে ট্রফি জয়ের বিশ্ব রেকর্ডটা যাঁর দখলে, তিনি দানি আলভেজ। এখন পর্যন্ত ৪২টি ট্রফি জয় করেছেন ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার। কিন্তু অধরা রয়ে গেছে দুটি বড় ট্রফি—বিশ্বকাপ ও অলিম্পিক।

বড় নাটকীয় কিছু না হলে আলভেজের আর বিশ্বকাপ জেতার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ, এরই মধ্যে ব্রাজিল জাতীয় দল থেকে বাদ পড়েছেন। আগামী বছর ব্রাজিল যখন কাতার বিশ্বকাপে খেলবে, তাঁর বয়স হবে ৩৯। তখন আর ব্রাজিল দলে বিবেচনায় থাকেন কীভাবে?

ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজ।

বিশ্বকাপ না হোক, অলিম্পিক ট্রফি জয়ের সুযোগটা আলভেজের চোখের সামনেই। তাঁরই নেতৃত্বে টোকিও অলিম্পিক খেলতে ব্রাজিল দল এখন জাপানে।

আজ জার্মানির বিপক্ষে শুরু হবে ব্রাজিলের অলিম্পিক মিশন। যে জার্মানিকে হারিয়ে ২০১৬ সালের ঘরের মাঠে অলিম্পিক ফুটবলের প্রথম সোনা জিতেছিল ব্রাজিল। দুর্ভাগ্য হলো, নেইমার-জেসুসদের সে দলে ছিলেন না আলভেজ। না হলে কি আর একটা অলিম্পিক মেডেলের জন্য হাপিত্যেশ করতে হতো আলভেজকে!

আনন্দাশ্রু! তাঁর হাত ধরেই অলিম্পিক ফুটবলের প্রথম সোনাটি জিতল ব্রাজিল। নেইমারের চোখে তাই আবেগের লাভাস্রোত l

ব্রাজিল জাতীয় দলের হয়ে ১১৮টি ম্যাচ খেলেছেন আলভেজ। খেলেছেন দুটি বিশ্বকাপ। অথচ কখনো খেলা হয়নি অলিম্পিক। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া মেলায় ফুটবলে অনূর্ধ্ব-২৩ দল খেলে ঠিকই, কিন্তু এই দলে সিনিয়র খেলোয়াড় থাকতে পারেন তিনজন। সেই কোটায় এবার খেলছেন আলভেজ।

তাঁর কাঁধে তুলে দেওয়া হয়েছে অধিনায়কত্বের দায়িত্বও। জার্মানির বিপক্ষে মাঠে নামার আগে তিনি নাকি তরুণ খেলোয়াড়দের মতোই রোমাঞ্চিত বোধ করছেন।

Also Read: ব্রাজিল-আর্জেন্টিনা দলে চেনা মুখ কে কে আছেন?

ম্যাচ–পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আলভেজ বলেন, ‘যাঁরা আমাকে চেনেন, তাঁরা জানেন, আমি তরুণ খেলোয়াড়দের মতো উদ্দীপ্ত। (টুর্নামেন্টে নামার আগে) দলের একজন তরুণ খেলোয়াড়ের মতোই অনুভূতি হবে আমার। যদিও আমি ক্যারিয়ারে বেশ কিছু বড় মুহূর্ত উপভোগ করেছি। কিন্তু প্রথমবারের মতো অলিম্পিক খেলতে এসে আমি রোমাঞ্চিত অনুভব করছি।’

দলে সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতা জানিয়েছেন আলভেজ, ‘এখানে থাকতে পেরে বিশেষ অনুভূতি হচ্ছে। এই সুযোগের জন্য আমি কৃতজ্ঞ। আশা করি এই টুর্নামেন্টে প্রত্যাশা পূরণ করতে পারব। সঙ্গে জাতীয় দলের প্রত্যাশাও।’

মূলত অলিম্পিকের পর্দা উঠবে ২৩ জুলাই। তবে ফুটবল মাঠে গড়াচ্ছে আগেই। কাল মেয়েদের ফুটবল শুরু হয়েছে। আজ শুরু হবে ছেলেদের ফুটবল।