Thank you for trying Sticky AMP!!

আগামী মৌসুমে রিয়ালে থাকবেন না জিদান?

এবারও কী চমকে দেবেন জিদান? ছবি: এএফপি

দুই দিন আগেই রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে ১১তম শিরোপা জিতেছেন জিনেদিন জিদান। কঠিন মৌসুম শেষে লিগ জিতেছেন এক ম্যাচ হাতে রেখেই। এখন আনন্দে সময় কাটানোর কথা দলটির সমর্থকদের। কিন্তু আজ লিগের শেষ ম্যাচের আগে তাদের চিন্তায় ফেলে দিয়েছেন জিদান। বলেছেন, আগামী মৌসুমে তাঁকে রিয়ালে দেখা যাবে, এ নিশ্চয়তা নেই!


আজ লিগ শেষ হলেও, মৌসুম এখনই শেষ হচ্ছে না। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগ বাকি এখনো। নিজেদের মাঠে ২-১ গোলে হেরে বসা রিয়ালের জন্য কোয়ার্টারে ফাইনালে ওঠার কাজটা কঠিন হয়ে গেছে। ৭ আগস্ট ম্যানচেস্টার সিটির মাঠে তাই মৌসুমের সেরা পারফরম্যান্স দেখাতে হবে দলকে। কাল লেগানেসের বিপক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তাই চ্যাম্পিয়নস লিগ নিয়েই প্রশ্ন শুনতে হয়েছে জিদানকে।

এমনকি আগামী মৌসুম নিয়ে প্রস্তুত হচ্ছেন কিনা, এমন প্রশ্নও করা হয়েছে জিদানকে। তেমনই এক প্রশ্নের উত্তরে জিদান জানিয়েছেন, 'কেউ জানে না ভবিষ্যতে কী হবে। আমি আগামী মৌসুম বা পরের বছর নিয়ে কিছু বলব না। আমার একটা চুক্তি আছে এবং আমি খুশি। আপনি কখনো বলতে পারবেন না ভবিষ্যতে কী হবে। ফুটবলে রাতারাতি সব বদলে যেতে পারে এবং আমি জানি না ভবিষ্যতে কী আছে।'

অতীত অভিজ্ঞতা রিয়াল সমর্থকদের শঙ্কিত করে তুলতে পারে। এর আগে ২০১৮ সালে হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ জেতার পর আচমকা দল থেকে বিদায় নিয়েছিলেন জিদান। তার মনে হয়েছিল, এ দলকে আপাতত কিছু দেওয়ার নেই তাঁর। সেবার লিগ জিততে না পারার দুঃখ এবার কাটিয়ে উঠেছেন। আর গত সপ্তাহেই বলেছেন, রিয়ালে থাকতে চান কিন্তু কোচ হিসেবে টানা চাপ নেওয়ার ইচ্ছা তাঁর নেই।

জিদান ভবিষ্যত ভুলে বর্তমানে নজর দিচ্ছেন। তাই লিগ নিশ্চিত হওয়ার পরও আজ রাতে লেগানেসকে একবিন্দু ছাড় দেওয়ার ইচ্ছে নেই তাঁর, 'আমাদের অনুপ্রেরণা খুঁজে নিতে হবে। এটা একটা লিগ ম্যাচ। যখন রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে চাপাই, তখন সব ম্যাচ জিততেই নামি। এটাই রিয়াল মাদ্রিদের ডিএনএ। এটা একটা লিগ ম্যাচ, প্রীতি ম্যাচ না। আমরা ভালো খেলতে চাই। আমাদের কোনো কিছু নিশ্চিত করার বাকি নেই। আমরা শুধু ইতিবাচক এ ধারা ধরে রাখতে চাই। আমরা জিততে চাই। আমরা বলেছিলাম ১১টি ফাইনাল বাকি আছে লিগে। আমরা দশটা খেলেছি এবং লিগ জিতেছি। কিন্তু সম্ভাব্য সেরা উপায়ে লিগ শেষ করতে চাই।'

এর পরই চ্যাম্পিয়নস লিগ নিয়ে নিজের পরিকল্পনা জানিয়ে দিয়েছেন জিদান, 'নিজেদের একাগ্রতা ধরে রাখতে হবে এবং মৌসুমের শেষ পর্যন্ত পরীক্ষা দিতে হবে। লেগানেসের ম্যাচের পর কিছুদিন বিশ্রাম মিলবে কিন্তু মৌসুম চালু থাকবে। আমরা অনুশীলনে ফিরব এবং সিটি ম্যাচের জন্য প্রস্তুত হব।'