Thank you for trying Sticky AMP!!

আজ ২ জুন, মানে মেসি বার্সেলোনাতেই থাকছেন

>বার্সেলোনার সঙ্গে মেসির বর্তমান চুক্তি ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত। চার বছর আগে হয়েছে এই চুক্তি। তবে চুক্তিতে একটি ধারা যোগ করে দিয়েছিলেন মেসিই-তিনি চাইলে যেকোনো মৌসুমে ক্লাব ছাড়তে পারবেন

প্রতিবছর ১ জুন যায়, আর হয়তো একটা স্বস্তির নিশ্বাস ফেলে বার্সেলোনার পরিচালনা পর্ষদ। যাক, আরও এক বছর লিওনেল মেসিকে পাওয়া যাবে নু ক্যাম্পে। এবারও তা-ই। ১ জুনের মধ্যে কিছু বলেননি মেসি। তার মানে আরও এক বছর বার্সেলোনাতেই আছেন।

একটু খোলাসা করা যাক। বার্সেলোনার সঙ্গে মেসির বর্তমান চুক্তি ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত। চার বছর আগে হয়েছে এই চুক্তি। তবে চুক্তিতে একটি ধারা যোগ করে দিয়েছিলেন মেসিই—তিনি চাইলে যেকোনো মৌসুমে ক্লাব ছাড়তে পারবেন। এর জন্য ক্লাবকে কোনো টাকাপয়সা দিতে হবে না। তবে যে বছর চলে যেতে চান ওই বছর ১ জুনের মধ্যে ক্লাবকে সিদ্ধান্ত জানিয়ে দিতে হবে।

মেসি এখন পর্যন্ত তেমন কিছু করেননি। ১ জুনের মধ্যে আর্জেন্টাইন ফরোয়ার্ড কিছু না বলায় নিশ্চিত হয়ে গেছে আগামী বছর জুন পর্যন্ত ন্যু ক্যাম্পেই থাকছেন তিনি। এরপর অবশ্য ছয়বারের বর্ষসেরা ফুটবলারকে রাখতে নতুন চুক্তি করতেই হবে বার্সেলোনাকে।