Thank you for trying Sticky AMP!!

পিএসজিকে জেতাতে জোড়া গোল করেছেন আনহেল দি মারিয়া।

আর্জেন্টিনা দলে ফিরেই পিএসজিতে বীর দি মারিয়া

পিএসজির ৩-০ গোলের জয়ে একটি গোল মইসে কিনের (ডানে)।

এক বছরেরও বেশি সময় পর আনহেল দি মারিয়া আবার আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন গত সপ্তাহে। উপলক্ষটা তিনি স্মরণীয় করে রাখলেন গতকাল পিএসজির হয়ে অসাধারণ ফুটবল উপহার দিয়ে। নেইমার ও এমবাপ্পেকে ছাড়া মাঠে নামা পিএসজিকে জেতাতে বড় অবদান তাঁর। নিজেদের মাঠে রেনের বিপক্ষে ৩-০ গোলে জেতার ম্যাচে করেছেন জোড়া গোল। মইসে কিনের করা অন্য গোলটিতেও সহায়তা ছিল দি মারিয়ার।

চোটের কারণে মাঠের বাইরে আছেন পিএসজির আক্রমণভাগের সেরা দুই খেলোয়াড় নেইমার ও এমবাপ্পে। একই কারণে দলে ছিলেন না আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দিও। রেনের বিপক্ষে দলের আক্রমণভাগের মূল দায়িত্বটা তাই অভিজ্ঞ দি মারিয়াকেই কাঁধে তুলে নিতে হয়েছে। এই জয়ের পর ১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা লিলের চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে টমাস টুখেলের দল।

চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ ম্যাচে লাইপজিগের মাঠ থেকে ২-১ গোলে হেরে আসে পিএসজি। সেই হারের পর একটু চাপেই পড়ে গিয়েছিলেন টুখেল। সেই ম্যাচেও নেইমার-এমবাপ্পে-ইকার্দিকে ছাড়া মাঠে নামা পিএসজিকে ৬ মিনিটেই এগিয়ে দিয়েছিলেন দি মারিয়া। তবে ম্যাচ শেষে কোচের মুখে হাসি এনে দিতে পারেননি। কাল তাঁর জোড়া গোলে লিগে টানা আট ম্যাচে জয় পেয়েছে পিএসজি। কোচ টুখেলের ফিরেছে হাসি, ‘আমি খুব খুশি, খুব গর্বিত।’

দুটি গোল করার পাশাপাশি পিএসজির একটি গোলে সহায়তা করেছেন দি মারিয়া।

নিজের আনন্দের কথা জানানোর পর চোটের কারণে দলের এলোমেলো হয়ে পড়ার বিষয়টিও উল্লেখ করেছেন টুখেল, ‘একাদশ গড়াটাই কঠিন হয়ে পড়েছিল। তবে আমরা দৃঢ় মানসিকতা দেখিয়েছি। দল ঐক্যবদ্ধভাবে খেলেছে। অসাধারণ এক জয় এটা।’ কাল শুরু থেকেই অবশ্য রেনেকে চেপে ধরে পিএসজি। এর ফলও তারা পেয়ে যায় ১১ মিনিটেই। দি মারিয়ার অসাধারণ এক পাস থেকে দলকে এগিয়ে দেন পিএসজিতে নতুন আসা কিন। লিগ ওয়ানে এটি তাঁর তৃতীয় গোল। মিনিট দশেক পর স্কোরশিটে নাম লেখান দি মারিয়া। আন্দের এরেরার থ্রু বলটি দুর্দান্ত দক্ষতায় জালে পাঠান তিনি। ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন দি মারিয়া।