Thank you for trying Sticky AMP!!

এক বিশ্বকাপজয়ীকে বিক্রি করে দিতে বললেন আরেক বিশ্বকাপজয়ী

আঁতোয়ান গ্রিজমান এবং ওসমানে ডেমবেলে। ছবি: টুইটার

নেইমারকে আবারও বার্সেলোনায় দেখতে চান রিভালদো। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা এ ফরোয়ার্ড নিজের সাবেক ক্লাবে আবারও দেখতে চান তাঁর দেশের সবচেয়ে বড় তারকাকে। প্রায় প্রতিদিনই নানাভাবে জানাচ্ছেন, কতটা উদ্‌গ্রীব হয়ে আছেন নেইমারের জন্য। সে জন্যই হয়তো বার্সেলোনাকে বলছেন, বিক্রি করে দাও ডেমবেলেকে।

নেইমারকে দলবদলের বিশ্ব রেকর্ড ভেঙে পিএসজি নিয়ে গিয়েছিল ২০১৭ সালে। সেই সুবাদে পাওয়া অর্থের একটা বড় অংশ খরচ হয়েছিল ওসমানে ডেমবেলেকে আনতে। এককালীন ১০৫ মিলিয়ন ইউরোর সঙ্গে শর্ত সাপেক্ষে আরও বেশ কিছু ইউরো খসাতে হয়েছে বার্সেলোনাকে। কিন্তু প্রায় তিন মৌসুম শেষেও ডেমবেলের কাছ থেকে প্রত্যাশিত পারফরম্যান্স পায়নি বার্সেলোনা। বিশ্বকাপজয়ী ফ্রেঞ্চ ফরোয়ার্ডকে তাই বিক্রি করে দিতে বলছেন রিভালদো। নিজের উত্তরসূরির ব্যাপারে তাঁর মন্তব্য, ‘ওসমানে ডেমবেলেকে বিক্রি করার সময় হয়েছে। প্রায় তিন বছর আগে বার্সেলোনাতে যোগ দিয়েছে ওসমানে ডেমবেলে। ক্লাবে থিতু হওয়ার প্রচুর সময় পেয়েছে সে। নিজের মূল্য বোঝানোর সুযোগ পেয়েছে। এখনো ও প্রতিশ্রুতিশীল। কিন্তু আমার ধারণা এই গ্রীষ্মেই বার্সেলোনার উচিত ওকে বিক্রি করে দেওয়া কিংবা অন্য যাদের কিনতে চাচ্ছে তাদের সঙ্গে অদলবদল করা।’

মাত্র ২২ বছর বয়স ডেমবেলের। এখনো যথেষ্ট সময় আছে তাঁর বিকশিত হওয়ার। রিভালদো সেটা মানছেন, তবে সাবেক বার্সেলোনা তারকার ধারণা সেটা অন্য কোনো ক্লাবেই সম্ভব, ‘ওর চোট ভাগ্য খুব বাজে, এটা দুর্ভাগ্যজনক। কিন্তু ওর মধ্যে চেষ্টার অভাব ছিল। ও প্রত্যাশা পূরণ করেনি এবং ওর উচিত অন্য কোনো ক্লাবে নিজের ক্যারিয়ার পুনরায় শুরু করা যেখানে সে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে এবং নিজের সেরাটা খেলতে পারবে।’

রিভালদো এরপরই প্রকাশ করে ফেলেছেন নিজের গোপন ইচ্ছের কথা, আর সেটা হলো নেইমারকে বার্সেলোনায় দেখার ইচ্ছে তাঁর। পরবর্তী দলবদলে বার্সেলোনার কী করা উচিত সে প্রসঙ্গে বলেছেন, ‘বার্সেলোনা সম্ভবত নেইমার ও লওতারো মার্টিনেজকে কিনতে চায়। তার মানে ডেমবেলের আগামী মৌসুমে দলে জায়গা পেতে কষ্ট হবে। এ ছাড়া, বার্সেলোনাকেও তো দলের সদস্য কমাতে হবে। নতুন খেলোয়াড় আনতে হলে কাউকে না কাউকে তো ছাড়তে হবে।’