Thank you for trying Sticky AMP!!

পচেত্তিনো সমালোচনায় মাতলেন এমবাপ্পের।

এমবাপ্পের খোলাখুলি সমালোচনায় আর্জেন্টাইন কোচ

নেইমার-এমবাপ্পেদের কোচ হওয়ার পর আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনোর প্রথম পরীক্ষা ছিল সেদিন। সেঁত এতিয়েঁর বিপক্ষে লিগ ম্যাচে ড্র করে সে পরীক্ষায় যে খুব ভালোভাবে উতরে গেছে পিএসজি, বলা যাবে না। এমবাপ্পে-দি মারিয়াদের খেলাও ছিল গড়পড়তা মানের। কিন্তু গড়পড়তা মানের খেলা দেখিয়ে শুধু নিজের তারকাখ্যাতি দিয়ে যে নতুন কোচের অধীনে টেকা যাবে না, সে ইঙ্গিত আবারও দিলেন পিএসজির নতুন এই কোচ। খোলাখুলিই জানিয়েছেন, এমবাপ্পেকে আরও উন্নতি করতে হবে। ফরাসি এই স্ট্রাইকারের খেলা ভালো লাগেনি তাঁর।

ম্যাচ শেষে এমবাপ্পেকে উন্নতি করার জন্য তাগাদা দিয়েছেন এই আর্জেন্টাইন কোচ, ‘অবশ্যই আমি ওর খেলা দেখে খুশি, কিন্তু আরও ভালো খেলতে হবে ওকে। আমি নিশ্চিত ও আরও বেশি গোল করতে চায়, আরও বেশি ভালো খেলে দলকে জেতাতে চায়। আমি নিশ্চিত নিজের পারফরম্যান্স দেখে ও নিজেই বিরক্ত। শুধু এমবাপ্পে বলেই নয়, সব খেলোয়াড়কেই উন্নতি করতে হবে।’

এমবাপ্পে কি এখন কেবল নামে কাটছেন?

সেদিন সেঁত এতিয়েঁর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে পিএসজি। ফরাসি উইঙ্গার রোমেইন হামুমার গোলে ১৯ মিনিটে পিছিয়ে গেলেও তিন মিনিট পর পিএসজিকে সমতায় ফেরান ইতালিয়ান স্ট্রাইকার মইস কিন। চোট থেকে এখনো সেরে ওঠেননি, তাই নেইমারকে দলে রাখা হয়নি। নেইমার না থাকলেও খেলেছেন এমবাপ্পে ও দি মারিয়ার মতো তারকারা। তা–ও ম্যাচ শেষে এক পয়েন্টের বেশি জোটেনি নতুন কোচের অধীনে প্রথম ম্যাচে। আর এটাই যন্ত্রণা দিয়েছে পচেত্তিনোকে, ‘দল হিসেবে আমাদের উন্নতি করতে হবে। মাত্রই শুরু করলাম আমরা। এটা মাত্র শুরু। তিন দিন হয়েছে দলে এসেছি। আমরা হতাশ, কেননা পুরো তিন পয়েন্ট পাইনি। আমার মনে হয় জেতার জন্য আমরা যথেষ্ট সুযোগ সৃষ্টি করেছিলাম, কিন্তু কপাল খারাপ, গোল করতে পারিনি।’

দলে আসার পর থেকেই কড়া হেডমাস্টারের ভূমিকায় আবির্ভূত হয়েছেন ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পারের সাবেক এই কোচ। দায়িত্ব নেওয়ার পরপরই ক্লাবের তারকাদের সতর্ক করেছেন। কিছুদিন পরপরই ক্লাবের তারকাদের অনিয়ন্ত্রিত জীবনযাপনের খবর বেরিয়ে পড়ে। বার্সেলোনার সময় থেকেই নেইমারের মাঠের বাইরের জীবনটা সংবাদ শিরোনাম হচ্ছে। ইদানীং নেইমারের সঙ্গে এমবাপ্পে কিংবা মারিয়াদের ভুলের কারণে খবরের শিরোনাম হতে দেখা যায়। মাঠেও তারকাখ্যাতির প্রভাব দেখা যায়। এমবাপ্পে-নেইমারের মতো তারকাদের সামলাতে না পেরেই যে চাকরি হারিয়েছিলেন টমাস টুখেল। তাই দায়িত্ব নিয়েই নিজের অবস্থান পরিষ্কার করেছেন পচেত্তিনো। বলেছেন, ‘শৃঙ্খলা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সম্মান ও বন্ধুত্ব থাকতে হবে, শুধু খেলোয়াড়দের মধ্যে নয়, স্টাফদের মধ্যেও। সবাই নিজেকে ক্লাব ও প্রকল্পের অংশ মনে করছে, আমার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ।’