Thank you for trying Sticky AMP!!

এসএ গেমসের ফুটবলে থাকছে না ভারত

এবারের এসএ গেমসের ফুটবলে অংশ নিচ্ছে না ভারত। ছবি: এএফপি

নেপালে অনুষ্ঠেয় এস এ গেমসের ফুটবলে অংশ নিচ্ছে না দক্ষিণ এশীয় অঞ্চলের ‘পাওয়ার হাউজ’ ভারত। ব্যাপারটি আজ নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। ২০১৬ সালে অনুষ্ঠিত সবশেষ এসএ গেমসের ফুটবলে রুপা জিতেছিল ভারত।

১৯৮৪ সাল থেকে হয়ে আসা এস এ গেমসে (২০০৪ পর্যন্ত সাফ গেমস) এখনো পর্যন্ত তিনবার সোনা জিতেছে ভারত। ১৯৯৫ সালে মাদ্রাজে শেষবারের মতো সোনা জিতেছিল তারা। ২০০৪ সালে থেকে অলিম্পিক ও এশিয়ান গেমসের মতো অনূর্ধ্ব-২৩ দল নিয়ে আয়োজিত হচ্ছে এসএ গেমসের ফুটবল প্রতিযোগিতা।
১৯৮৫ সালে ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় সাফ গেমসে প্রথমবারের মতো ফুটবলে অংশ নিয়েছিল ভারত। সেবার টাইব্রেকারে বাংলাদেশকে হারিয়ে সোনার পদক জেতে তারা। ১৯৮৭ সালে ঘরের মাটিতে (কলকাতা) টানা দ্বিতীয়বারের মতো ফুটবলে সোনা জেতে ভারত। ফুটবলে ভারতের তৃতীয় সোনার পদকটি আসে ১৯৮৫ সালে মাদ্রাজে। সেবারও ফাইনালে বাংলাদেশকে হারায় তারা।

এসএ গেমসের ফুটবলে সবচেয়ে বেশিবার সোনা জিতেছে পাকিস্তান—৪বার। এরপরই ভারত ও নেপালের অবস্থান (তিনবার করে)। বাংলাদেশ সোনা জিতেছে দুইবার (১৯৯৯ ও ২০১০)