Thank you for trying Sticky AMP!!

আজ বাংলাদেশ দলে অনেক বদল আসবে।

ওমানের বিপক্ষে চমকে দিচ্ছেন জেমি

চোট ও করোনায় কাতার যাওয়া দলের পাঁচজনই আজ নেই। তাই ওমানের বিপক্ষে আজ অনেকটা নতুন একাদশই সাজাতে হচ্ছে কোচ জেমি ডেকে। জানা গেছে, রাইটব্যাক থেকে সরিয়ে রক্ষণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলানো হবে তারিক কাজীকে। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু ম্যাচে ৪-২-৩-১ ছকে খেলবে জাতীয় ফুটবল দল।

আজ অধিনায়কত্ব করবেন তপু (বাঁয়ে)।

একাদশে রয়েছেন পাঁচজন প্রথাগত ডিফেন্ডার। অবশ্য তার মানে এই নয়, বাংলাদেশ ৫ ডিফেন্ডার নিয়ে খেলবে। রক্ষণে দুই হলুদ কার্ডের কারণে খেলতে পারবেন না রহমত মিয়া। কোচ একাদশে আনছেন রিমন হোসেন ও ইয়াছিন আরাফাতকে। ইয়াছিন বাঁয়ে আর রিমন খেলবেন ডান পাশে। দুজনই কাতার সফরে একাদশে প্রথমবার সুযোগ পাচ্ছেন। দুই সেন্টারব্যাক হিসেবে থাকবেন যথারীতি তপু বর্মণ ও রিয়াদুল হাসান। তপুর হাতে থাকবে অধিনায়কের বাহুবন্ধনী।

তারিককে আজ দেখা যাবে নতুন ভূমিকায়।

কোচের নতুন পরিকল্পনায় মানিক মোল্লার সঙ্গে রক্ষনাত্মক মিডফিল্ডার হিসেবে যোগ দেবেন তারিক কাজী। এবার কাতার সফরে আগের দুটি ম্যাচে চোখ কেড়েছেন রাইটব্যাক তারিক। অধিনায়ক জামাল ভূঁইয়া না থাকায় তাঁর জায়গায় ফিনল্যান্ডে বেড়ে ওঠা তারিককে ব্যবহার করবেন কোচ। দোহা থেকে বাংলাদেশ দলের ম্যানেজার ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘৪-২-৩-১ ছকে কোচ তারিককে রক্ষণ আর মাঝমাঠের মাঝখানে ব্যবহার করবেন। আশা করি সে ভালো করবে।’

জেমি ডে-র নতুন কৌশল কেমন কাজে দেবে?

চোটের কারণে মিডফিল্ডার সোহেল রানা দেশে ফিরে এসেছেন আগেই। চোটে ছিটকে দিয়েছে আরেক মিডফিল্ডার মাসুক মিয়াকে। দুই হলুদ কার্ডের কারণে আজ খেলা হচ্ছে না মিডফিল্ডার বিপলু আহমেদ এবং অধিনায়ক জামাল ভূঁইয়ার। এই অবস্থায় আজ বাংলাদেশের মাঝমাঠে দুই পাশে থাকবে আবদুল্লাহ ও মোহাম্মদ ইব্রাহিম। রাকিব মাঝখানে খেলবেন। একমাত্র স্ট্রাইকার হিসেবে থাকছেন মতিন মিয়া। গোলপোস্টে থাকছেন যথারীতি আনিসুর রহমান।

বাংলাদেশের প্রথম একাদশ: আনিসুর, ইয়াছিন আরাফাত, তপু বর্মণ, রিমন হোসেন, তারিক কাজী, রিয়াদুল হাসান, মানিক মোল্লা, আবদুল্লাহ, ইব্রাহিম, রাকিব ও মতিন মিয়া।