Thank you for trying Sticky AMP!!

করোনার বিরুদ্ধে লড়াইয়ে জার্মান ফুটবল দলের ২৩ কোটি টাকা

করোয়া প্রতিরোধের লড়াইয়ে নেমেছে জার্মানি দল। ফাইল ছবি

জ্লাতান ইব্রাহিমোভিচ করোনাভাইরাসের বিপক্ষে লড়াইয়ে নেমেছেন। ১০ লাখ ইউরোর তহবিল সংগ্রহ করতে নেমেছেন। তিন দিনে ১ লাখ ২৪ হাজার ইউরোও জোগাড় হয়ে গেছে। একজন ফুটবল হিসেবে ইব্রাহিমোভিচ যা করে দেখাতে চাইছেন, সেটা একটি দল হিসেবে করে দেখাল জার্মানি। করোনাভাইরাস সংক্রমণ ঠেকানোর জন্য ২৫ লাখ ইউরো দান করেছে জার্মান জাতীয় ফুটবল দল। বাংলাদেশি মূল্যমানে যা ২৩ কোটি টাকার কিছু বেশি।

আনুষ্ঠানিক এক বিবৃতিতে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) জানিয়েছে, ‘বিশ্ব ফুটবল স্থবির হয়ে পড়েছে। মানুষের স্বাস্থ্য আর এ ভাইরাস প্রতিরোধ করাই এখন সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে। আমরা বুঝতে পারছি, অনেকের পক্ষেই সব থামিয়ে ঘরে বসে থাকা সম্ভব না এবং জীবনযুদ্ধ চালিয়ে যেতে হবে।’

ফুটবল অ্যাসোসিয়েশনের মহাব্যবস্থাপক অলিভার বিয়েরহফ ভিডিও কনফারেন্সে আরও বলেছেন, ‘আমি খুবই খুশি যে জাতীয় দল দ্রুত সিদ্ধান্ত নিয়ে জরুরি সহায়তা পাঠাচ্ছে। এভাবে আমরা একটা বার্তা পাঠাচ্ছি এবং সবাইকে জানিয়ে দিচ্ছি, আমরা সবাই এই লড়াইয়ে ঐক্যবদ্ধ এবং মানুষকে সাহায্য করতে চাই সবাই। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা সবাই একটা দল হিসেবে কাজ করি। শুধু জাতীয় দল নয়, বরং পুরো জার্মানি একটি দল হিসেবে কাজ করি।’

ইউরোপে করোনাভাইরাস সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করেছে। জার্মানিতে মৃত্যুর (৩১ জন) ঘটনা ইতালি, স্পেন, ফ্রান্স বা যুক্তরাজ্যের তুলনায় কম হলেও সংক্রমণের দিক থেকে তিনে আছে দেশটি। এখনো পর্যন্ত ১৩ হাজারেরও বেশি করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে জার্মানিতে। ইতালি বা স্পেনের মতো যেন ভয়াবহ আকার ধারণ না করে সে চেষ্টা চালাচ্ছে দেশটি। আর সে লড়াইয়ে যার যার অবস্থান থেকে লড়াইয়ের চেষ্টা চালানো হচ্ছে।

এ ব্যাপারে জার্মানি ও বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার লিওন গোরেৎসকা বলেছেন, ‘ফুটবল বর্তমানে স্তব্ধ হয়ে আছে এবং স্বাস্থ্যই অগ্রাধিকার পাচ্ছে। আমি সবাইকে বলব নিজের কাজ করুন এবং অন্যের জন্য উদাহরণ সৃষ্টি করুন। আমাদের জাতীয় দল ২৫ লাখ ইউরো দিয়েছে এবং আশা করি আপনারা সবাই আমাদের অনুসরণ করবেন এ কাজে।’