Thank you for trying Sticky AMP!!

করোনায় বাংলাদেশেও ফাঁকা স্টেডিয়ামে খেলা?

দর্শকশূন্য অবস্থায় হতে পারে প্রিমিয়ার লিগ। ফাইল ছবি

করোনাভাইরাস আতঙ্কে ইতিমধ্যেই স্থগিত হয়ে গিয়েছে বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্ব । করোনা-আক্রান্ত অনেক দেশেই ফুটবল লিগ হয় স্থগিত হয়েছে, নয়তো খেলা হচ্ছে দর্শকশূন্য স্টেডিয়ামে। বাংলাদেশেও করোনা রোগী শনাক্ত হয়েছে। প্রশ্ন উঠেছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের ভবিষ্যৎ নিয়েও।

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন লিগ স্থগিত না হলেও একটি ভেন্যুতে দর্শকশূন্য অবস্থায় ম্যাচ আয়োজনের কথা ভাবছেন তাঁরা, ‘করোনাভাইরাস নিয়ে আমরা সবাই আতঙ্কে আছি। ইতিমধ্যেই অনেক আন্তর্জাতিক ম্যাচ স্থগিত হয়েছে। আমরা এখন ভাবছি এক ভেন্যুতে ফাঁকা স্টেডিয়ামে লিগ আয়োজন করা যায় কিনা। শনিবার এ ব্যাপারে একটা বৈঠক আছে। সেখানে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।’

ছয়টি ভেন্যুতে চলছে এবারের প্রিমিয়ার লিগ। এক ভেন্যুতে খেলা হলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই হবে সব খেলা। এরই মধ্যে প্রিমিয়ার লিগের পাঁচ রাউন্ডের খেলা শেষ হয়ে গেছে।