Thank you for trying Sticky AMP!!

'করোনায় রিয়ালের কিচ্ছু হবে না'

রিয়ালের আর্থিক অবস্থা বেশ ভালো। এমনটাই বললেন ক্যাবিও ক্যাপেলো। ছবি : এএফপি
>করোনাভাইরাসের পর রিয়াল মাদ্রিদ তেমন আর্থিক সমস্যায় পড়বে না বলে জানিয়েছেন দলটির সাবেক ইতালিয়ান কোচ ফাবিও ক্যাপেলো

দুই দফায় রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন ইতালিয়ান ম্যানেজার ফাবিও ক্যাপেলো। ফলে ক্লাবটার অন্দরমহলের খবর বেশ ভালোই জানা তাঁর। সেই ক্যাপেলোই জানিয়েছেন, করোনাভাইরাসের কারণে আর্থিকভাবে খুব বেশি সমস্যায় পড়বে না রিয়াল মাদ্রিদ।

করোনাভাইরাসের কারণে অর্থনৈতিক মন্দা সামাল দেওয়ার মতো যথেষ্ট সামর্থ্য রিয়ালের আছে বলে মনে করেন ক্যাপেলো, 'আমার মনে হয় রিয়ালই স্পেনের মধ্যে একমাত্র ক্লাব, এই মহামারির পর যাদের কোনো সমস্যা হবে না। তাঁদের অর্থনৈতিক কোনো ক্ষতি হবে না।'

তবে স্পেনের 'বিগ থ্রি' এর বাকি দুই ক্লাবের ভাগ্য অতটা সুপ্রসন্ন হবে বলে মনে করেন না রিয়ালের হয়ে দুবার লিগজয়ী এই কোচ, 'বার্সেলোনা ও অ্যাটলেটিকোকে অনেক ঝামেলা পোহাতে হবে। দলবদলের বাজারে একটা বিপ্লব আসবে। আমরা গত কয়েক বছর এমন একটা অবস্থায় পৌঁছে গেছিলাম যে যেকোনো দলবদলেই অবিশ্বাস্য অঙ্কের অর্থ খরচ করতে হত। এই মহামারির পর খামোকা টাকা খরচ করার মাত্রাটা একটু কমবে। খেলোয়াড়দের দাম আবারও হাতের নাগালে চলে আসবে।'

ইএসপিএনের সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, বার্সা ও অ্যাটলেটিকো দুই ক্লাবই ঋণে ভারাক্রান্ত। অ্যাটলেটিকোর ঋণের পরিমাণ প্রায় ৫৬ কোটি ডলার, ওদিকে বার্সার প্রায় ২৪ কোটি। অর্থনৈতিক মন্দার সময় এই ঋণ শোধ করতে দুটি ক্লাবকেই বেশ ঝামেলায় পড়তে হবে বলে মনে করছেন ক্যাপেলো।