Thank you for trying Sticky AMP!!

করোনা আতঙ্কে এভাবেও ভাবা যায়!

রিয়াল ভায়োদোলিদের অনুশীলন মাঠ। ছবি: ভায়োদোলিদ টুইটার পেজ

করোনাভাইরাস সংক্রমণ আতঙ্কের এ সময়ে অনুকরণীয় এক নজির স্থাপন করল রিয়াল ভায়োদোলিদ। লা লিগা কর্তৃপক্ষ ক্লাবটিকে করোনাভাইরাস পরীক্ষার যে ‘কিট’ সরবরাহ করেছিল সেগুলো নিজেদের জন্য না রেখে সাধারণ মানুষকে দিয়ে দিয়েছে। ভালাদোলিদ মনে করে এই ‘কিট’ সাধারণ মানুষের জন্য অনেক বেশি প্রয়োজনীয়।

ভায়োদোলিদের মুখপাত্র ডেভিড এসপিনার এক বিবৃতিতে বলেন, ‘লা লিগা এগুলো আমাদের দিতে চেয়েছিল (পরীক্ষার জন্য)। সামাজিক কারণের কথা ভেবে আমরা এগুলো গ্রহণ করিনি। আমাদের কোনো খেলোয়াড়ের আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা যায়নি। আমরা মনে করি, বাইরের মানুষের এগুলোর বেশি প্রয়োজন। তাদের কাছে এগুলো নেই। তাদের অগ্রাধিকার দেওয়া উচিত।’

ইউরোপে এখনো পর্যন্ত ইতালির পর সবচেয়ে বেশি করোনা রোগী স্পেনে। বুধবার বিকেল পর্যন্ত স্পেনে করোনায় আক্রান্তসংখ্যা ১৪ হাজার ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা ৫৫৮। জরুরি প্রয়োজন ছাড়া স্পেনে কাউকে ঘর থেকে বের হতে দেওয়া হচ্ছে না।