Thank you for trying Sticky AMP!!

করোনা টেস্ট করিয়ে ক্যাম্পে আসতে হবে ফুটবলারদের

জাতীয় ফুটবল দলের অনুশীলন। প্রথম আলো ফাইল ছবি

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বকে সামনে রেখে ৭ আগস্ট থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। প্রথমবারের মতো জাতীয় দলের ক্যাম্প অনুষ্ঠিত যাচ্ছে গাজীপুরের সারা রিসোর্টে। সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সে অনুযায়ী জিম ও মাঠ প্রস্তুত করা হচ্ছে। ক্যাম্পে ডাকা হতে পারে ৩০ জন ফুটবলার। প্রথমবারের মতো জাতীয় দলের প্রাথমিক তালিকায় আছেন ফিনল্যান্ড থেকে আগত ফুটবলার তারিক রায়হান কাজী।

করোনার এই সময়ে স্বাস্থ্য ঝুঁকির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এজন্য ডাক পাওয়া খেলোয়াড়দের প্রথমে নিজ উদ্যোগে কোভিড টেস্ট করিয়ে আসতে হবে। ক্যাম্পে আসার পর বাফুফের পক্ষ থেকে আবারও করানো হবে টেস্ট। ২১–২২ তারিখ পর্যন্ত ফুটবলারদের থাকতে হবে আইসোলোশনে। তবে এই সময়ে ছোট ছোট গ্রুপে চলবে ফিটনেস কার্যক্রম। অনলাইন সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ, '৭ আগস্ট সারা রিসোর্টে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। ক্যাম্পে ডাক পাওয়া খেলোয়াড়দের প্রথমে নিজ উদ্যোগে কোভিড টেস্ট করিয়ে আসতে হবে। ক্যাম্পে আসার পরে আবার পুনরায় করানো হবে টেস্ট। ২১–২২ তারিখ পর্যন্ত হবে আইসোলেশন ক্যাম্প। এই সময়ে ছোট ছোট গ্রুপে ফিটনেস অনুশীলন চলবে। এছাড়া ডাক্তারদের পরামর্শ অনুযায়ী পরিচালনা করা হবে ক্যাম্প।'

ক্যাম্পে ৩০ জন খেলোয়াড় ডাকা হতে পারে বলে জানিয়েছেন সহকারী চেয়ারম্যান তাবিথ আওয়াল, 'ক্যাম্পে ৩০ জন খেলোয়াড় ডাকা হবে। প্রয়োজনে সংখ্যাটা বাড়তে পারে। আমরা এএফসিতে যে তালিকা পাঠিয়েছে , সেখানে আছেন বসুন্ধরা কিংসে খেলা ফিনল্যান্ড প্রবাসী এক ফুটবলার (তারিক রায়হান কাজী)।'

৮ অক্টোবর দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে স্থগিত হয়ে থাকা বাছাইপর্ব শুরু করবে বাংলাদেশ। আফগানিস্তান ছাড়াও দেশের মাটিতে ভারত ( ১২ নভেম্বর) ও ওমানের ( ১৭ নভেম্বর) বিপক্ষে খেলবেন জামালরা। অন্য ম্যাচটি কাতারের বিপক্ষে দোহায় ১৩ অক্টোবর। চার ম্যাচ খেলে এক পয়েন্ট নিয়ে 'ই' গ্রুপের তলানিতে আছে বাংলাদেশ।