Thank you for trying Sticky AMP!!

গোলরক্ষক ও টিম ম্যানেজমেন্টে সমস্যা দেখছেন সালাউদ্দীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দীন। প্রথম আলো ফাইল ছবি
সাফে বাংলাদেশের ব্যর্থতার পেছনে গোলরক্ষক ও টিম ম্যানেজমেন্টের সমস্যা খুঁজে পেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দীন

মালদ্বীপের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে গতকালই পর্দা নেমেছে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের। শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে সাফ মিশন শুরু করা স্বাগতিক বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া তো দূরের কথা, গ্রুপ পর্বও পার হতে পারেনি। এইয়ে চার চারটি সাফের গ্রুপ থেকেই বিদায় নিয়েছে ২০০৩ সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ। ভাবা যায়!

গোলরক্ষক শহিদুল আলম সোহেলের হাস্যকর ভুলের খেসারত দিয়ে নেপালের বিপক্ষে হেরে সাফ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও সোহেলের শিশুসুলভ ভুল ও টিম ম্যানেজমেন্টের হস্তক্ষেপের অভিযোগ নিয়ে এখনো চলছে সমালোচনা। যা নিজেই তদন্ত করবেন বলে জানিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দীন। তদন্ত এখনো শেষ হয়নি। তবে গোলরক্ষক ও টিম ম্যানেজমেন্টে সমস্যা খুঁজে পেয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের কিংবদন্তি এই ফুটবলার।

আজ বাফুফে ভবনে বসে নিজেই জানাচ্ছিলেন সেটা, ‘আমার চোখে গোলকিপিংই সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশ দলে। এমন বাজে গোল খেলে কোনো দলই জিততে পারবে না। গত কয়েকটি ম্যাচে গোল তো আমরা করেছি। এশিয়ান গেমস থেকে ধরলে কাতার, থাইল্যান্ড, উত্তর কোরিয়া, ভুটান, পাকিস্তানের বিপক্ষে আমাদের গোল আছে। কিন্তু গোলরক্ষক ভালো না খেললে দল কখনো ফল পাবে না।’

সালাউদ্দিনের তদন্তে বেরিয়ে এসেছে টিম ম্যানেজমেন্টের সমস্যাও, ‘আমাদের দলে স্ট্রাইকিং জোনে টেকনিক্যাল কিছু সমস্যা ধরা পড়েছে সাফে। এশিয়ান গেমস আর সাফের মধ্যে অনেক পার্থক্য। কিন্তু দেখা গেল এশিয়ান গেমসের কৌশল থেকে বেরোতে পারেননি কোচ। এটা ঠিক হয়নি। কাতার আর নেপালের সঙ্গে একই কৌশল হয় না। দুটি প্রতিপক্ষই শক্তির দিক থেকে আলাদা। ভিন্ন টুর্নামেন্টে, ভিন্ন দলের সঙ্গে পরিস্থিতি বুঝে খেলা যায়নি। কৌশল ঠিক করতে পারেনি আমাদের টিম ম্যানেজমেন্ট। তাদের কিছু টেকনিক্যাল সমস্যা ছিল।’

১ অক্টোবর সিলেটে শুরু হবে বঙ্গবন্ধু গোল্ডকাপের আসর। দেখা যাক এ টুর্নামেন্টে সমাধান মেলে কি না।